
এক বছরের মধ্যে আইপিএলে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে গতবার রানের ফুলঝুরি ছুটিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
গতবারের মতো এবারও বাটলার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল ধর্মশালায় চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। ৪ বলে ০ রান করে এবারের আইপিএলে পাঁচবার ডাক মারেন তিনি, যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে ডাক মেরেছেন ছয় ক্রিকেটার। যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এউইন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান-চারটি করে ডাক মেরেছেন।
বাটলারের ডাকের দিন গতকাল ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রাজস্থান। ১৪ ম্যাচে ৭টি করে জয় ও পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। প্লে অফ খেলতে হলে সঞ্জু স্যামসনের দলকে তাকিয়ে থকতে হবে আজ ও আগামীকাল হতে যাওয়া আইপিএলের গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের দিকে। রাজস্থানের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন বাটলার। ২৮ গড় ও ১৩৯.০১ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন তিনি। পাঁচটি ডাকের পাশাপাশি করেছেন চার ফিফটি।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক:
৫: জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪: হার্শেল গিবস (ডেকান চার্জার্স) : ২০০৯
৪: মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪: মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪: এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪: নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১

এক বছরের মধ্যে আইপিএলে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে গতবার রানের ফুলঝুরি ছুটিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
গতবারের মতো এবারও বাটলার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল ধর্মশালায় চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। ৪ বলে ০ রান করে এবারের আইপিএলে পাঁচবার ডাক মারেন তিনি, যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে ডাক মেরেছেন ছয় ক্রিকেটার। যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এউইন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান-চারটি করে ডাক মেরেছেন।
বাটলারের ডাকের দিন গতকাল ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রাজস্থান। ১৪ ম্যাচে ৭টি করে জয় ও পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। প্লে অফ খেলতে হলে সঞ্জু স্যামসনের দলকে তাকিয়ে থকতে হবে আজ ও আগামীকাল হতে যাওয়া আইপিএলের গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের দিকে। রাজস্থানের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন বাটলার। ২৮ গড় ও ১৩৯.০১ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন তিনি। পাঁচটি ডাকের পাশাপাশি করেছেন চার ফিফটি।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক:
৫: জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪: হার্শেল গিবস (ডেকান চার্জার্স) : ২০০৯
৪: মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪: মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪: এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪: নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে