Ajker Patrika

বাংলাদেশ­-উইন্ডিজের ম্যাচে দর্শক টানতে সুলভে টিকিট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮: ৩৬
জ্যামাইকায় হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টিকিটের দাম জানানো হয়েছে এভাবেই। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
জ্যামাইকায় হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টিকিটের দাম জানানো হয়েছে এভাবেই। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগায় ২০১ রানে হেরে টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়রা নিজেদের মাঠে টেস্ট খেলছে, অথচ গ্যালারি খাঁ-খাঁ করছে। টেস্টে এমনি দর্শক কম হয়, তাই বলে ৫০ জন দর্শকও কি মাঠে আসবে না? জ্যামাইকায় পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আয়োজকেরা স্যাবাইনা পার্কে সুলভ মূল্যে টিকিট ছেড়েছে—৪০০ জ্যামাইকান ডলার, যেটা বাংলাদেশের ৩০০ টাকার সমান।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টিকিটের দাম প্রকাশ করেছে। দাম জানানো হয়েছে প্যাকেজের মতো করে। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর—এই দুই দিনের প্যাকেজ অনুযায়ী নর্থ স্ট্যান্ডে শিশু ও বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৪০০ জ্যামাইকান ডলার, বাংলাদেশি মুদ্রায় সেটা ৩০২ টাকা। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ জ্যামাইকান ডলার (৬০৫ টাকা)। ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধের জন্য টিকিটের দাম ৬০০ জ্যামাইকান ডলার (৪৫৪ টাকা)। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে দ্বিগুণ টাকা। এ ক্ষেত্রে টিকিটের দাম ১২০০ জ্যামাইকান ডলার (৯০৮ টাকা)।

1

২ থেকে ৪ ডিসেম্বর—এই তিন দিনের জন্য রাখা হয়েছে আরেকটি প্যাকেজ। এই প্যাকেজে ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৫০০ জ্যামাইকান ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭৮ টাকা। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে ১০০০ জ্যামাইকান ডলার (৭৫৬ টাকা)। অপর গ্যালারি নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম হুবহু প্রথম প্যাকেজের মতো।

একসঙ্গে পাঁচ দিনের প্যাকেজ সিস্টেমও থাকছে জ্যামাইকা টেস্টে। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে টিকিটের দাম ২৪০০ জ্যামাইকান ডলার (১৮১৫ টাকা)। অপর গ্যালারি ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশে খেলতে খরচ হবে ৩৪০০ ডলার। বাংলাদেশি ২৫৭২ টাকা। এখানে শিশু, বৃদ্ধ, প্রাপ্ত বয়স্ক সবারই একই দাম দিয়ে খেলা দেখতে হবে।

ঘরের মাঠে দারুণ খেলছে নিজেদের দল, তাদের পারফরম্যান্স দেখতে জ্যামাইকানরা কি সুলভ মূল্যের টিকিট কেটে মাঠে আসবেন? সেটা বোঝা যাবে স্যাবাইনা পার্কে ৩০ নভেম্বর থেকে শুরু সিরিজের শেষ টেস্ট দেখেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত