Ajker Patrika

পাকিস্তান লিগে রিশাদের সময়টা এবার তাহলে কীভাবে কাটবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ মে ২০২৫, ১৪: ৪৪
লাহোর কালান্দার্সের একাদশে এখন সুযোগ পাচ্ছেন না রিশাদ হোসেন। ছবি: ফেসবুক
লাহোর কালান্দার্সের একাদশে এখন সুযোগ পাচ্ছেন না রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

লাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগ স্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবস্যার চাঁদ’-এর মতো।

টানা চার ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাওয়া রিশাদের এখন ম্যাচ খেলার সুযোগই হচ্ছে না। ডাগআউট ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তাঁর সময় কাটছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ এপ্রিল সবশেষ পিএসএলে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে ১৩ বলে ১৩ রান করলেও বোলিংয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি এই লেগস্পিনার। লাহোর এরপর তিন ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পাননি একাদশে।

রিশাদহীন লাহোর কালান্দার্স যে তিন ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটিতে জিতেছে দল। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে লাহোর কালান্দার্স শুরুটা ভালো করেছিল। প্রথম ১১.৩ ওভারে ৩ উইকেটে লাহোর কালান্দার্স ১১৩ রান করার পরই প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয় সেখানে। শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টিরই।

রিশাদকে ছাড়া যে চার বিদেশি ক্রিকেটার নিয়ে লাহোর কালান্দার্স একাদশ সাজিয়েছে, তাঁরা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ২৬ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছিলেন ড্যারিল মিচেল। ৩৮ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১ উইকেট। খরুচে বোলিংটা পুষিয়ে দিয়েছিলেন ঝোড়ো ব্যাটিংয়ে। ৮ ম্যাচে ২৪১ রান করে এখনো পর্যন্ত ২০২৫ পিএসএলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল। সিকান্দার রাজা, স্যাম বিলিংস শেষের দিকে নেমে ঝড় তুলে ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছেন। আর রিশাদের পরিবর্তে সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ পাওয়া টম কারেন দুর্দান্ত বোলিং করছেন। ইংল্যান্ডের পেসার রান কম খরচ করে তুলে নিচ্ছেন উইকেট।

লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ। হেরেছে ৩ ম্যাচ ও বৃষ্টিতে ভেস্তে গেছে ১ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের দুইয়ে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৯ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে তারা তিনে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। চারে থাকা করাচি কিংসের পয়েন্ট ২। পয়েন্ট টেবিলের শীর্ষ চার খেলবে প্লে অফে। কালান্দার্স বলতে গেলে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচ ও পরবর্তী রাউন্ডে উঠলে রিশাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। চার বিদেশি ক্রিকেটারের কারও বাজে পারফরম্যান্সে হয়তো সুযোগ মিলতে পারে রিশাদের।

রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হয় দশম পিএসএল। সেই ম্যাচে সুযোগ না পাওয়া রিশাদ এরপর টানা চার ম্যাচে লাহোরের জার্সিতে খেলেছেন। ৮.৫৭ ইকোনমিতে বাংলাদেশের লেগস্পিনার নিয়েছেন ৮ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত