
বাজেভাবে হেরে ২০২৩ এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বাজে হারে মূলত ব্যাটারদেরই দুষছেন সাকিব আল হাসান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটিতে। এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন শান্ত-মুশফিকুর রহিম। তবে মুশফিকের বিদায়েই মূলত ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয তুলে নেয় শ্রীলঙ্কা। সাকিবের মতে, স্কোর কমপক্ষে ২০০ ছাড়ানো উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। এটা ৩০০ রানের উইকেট ছিল না। তবে আমাদের ২২০-২৩০ রান করতে হতো।’
এবারের এশিয়া কাপে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে ছিটকে গেছেন লিটন দাস। অভিজ্ঞ দুই ওপেনারের অনুপস্থিতিতে আজ ওপেনিং করেছেন নাঈম শেখ ও তানজিদ তামিম। যার মধ্যে তানজিদের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাক মেরেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেলেন নতুন তামিম। শান্ত, হৃদয়, মুশফিক, নাঈম-এই চার ব্যাটারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন সাকিব, ‘আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়েও আমরা ভালো কিছু করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’

বাজেভাবে হেরে ২০২৩ এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বাজে হারে মূলত ব্যাটারদেরই দুষছেন সাকিব আল হাসান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটিতে। এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন শান্ত-মুশফিকুর রহিম। তবে মুশফিকের বিদায়েই মূলত ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয তুলে নেয় শ্রীলঙ্কা। সাকিবের মতে, স্কোর কমপক্ষে ২০০ ছাড়ানো উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। এটা ৩০০ রানের উইকেট ছিল না। তবে আমাদের ২২০-২৩০ রান করতে হতো।’
এবারের এশিয়া কাপে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে ছিটকে গেছেন লিটন দাস। অভিজ্ঞ দুই ওপেনারের অনুপস্থিতিতে আজ ওপেনিং করেছেন নাঈম শেখ ও তানজিদ তামিম। যার মধ্যে তানজিদের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাক মেরেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেলেন নতুন তামিম। শান্ত, হৃদয়, মুশফিক, নাঈম-এই চার ব্যাটারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন সাকিব, ‘আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়েও আমরা ভালো কিছু করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৫ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে