
মাউন্ট মঙ্গানুইতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই বাংলাদেশ করত আরেক ইতিহাস। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতত বাংলাদেশ। তবে বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। তাতে বাড়ল বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা।
নেপিয়ারের মতো আজ মাউন্ট মঙ্গানুইতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই শরীফুল ইসলাম তুলে নিয়েছেন ওপেনার ফিন অ্যালেনের উইকেট। নিউজিল্যান্ডের ১.২ ওভারে ১ উইকেটে ৯ রান হওয়ার পর ঝোড়ো ব্যাটিং করেন আরেক ওপেনার টিম সাইফার্ট। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান করে নিউজিল্যান্ড। ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪০ রান করা সাইফার্টকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর রান তোলার গতি ধীর হয়ে যাওয়া কিউইদের স্কোর ১১ ওভার শেষে হয়েছে ২ উইকেট ৭২ রান। স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য শেষ সময় বলা হয়েছিল স্থানীয় সময় রাত ১০টা ২৮ মিনিট পর্যন্ত। তবে ৩৩ মিনিট আগে (স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ এখনো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। নিউজিল্যান্ডের কাছে এখন চ্যালেঞ্জ তিন ম্যাচে সিরিজে সমতা ফেরানো। পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছেন রিশাদ হোসেন। বৃষ্টি প্রসঙ্গে তাঁর কাছে জিজ্ঞেস করা হলে বাংলাদেশি লেগস্পিনার বলেন, ‘আমরা শুরুতে জেতার জন্য নেমেছিলাম। বৃষ্টি সৃষ্টিকর্তার ওপর, আমাদের কিছু করার নাই। আমি চেষ্টা করেছি, বাকি সব আপনারা দেখেছেন। কোনো কিছু নিয়ে আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ্। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফেরার।’
একই মাঠ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিততে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তৃতীয় টি-টোয়েন্টি প্রসঙ্গে রিশাদ বলেন, আমাদের সবার বিশ্বাস শতভাগ আছে। আপনারাও আমাদের ওপর বিশ্বাস রাখবেন।’
এবারের নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশ করেছে চক্রপূরণ। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। যার মধ্যে দুটি ‘প্রথম’ এই সফরেই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে, টি-টোয়েন্টি—সীমিত ওভারের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশ পেয়েছে এবারই।

মাউন্ট মঙ্গানুইতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই বাংলাদেশ করত আরেক ইতিহাস। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতত বাংলাদেশ। তবে বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। তাতে বাড়ল বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা।
নেপিয়ারের মতো আজ মাউন্ট মঙ্গানুইতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই শরীফুল ইসলাম তুলে নিয়েছেন ওপেনার ফিন অ্যালেনের উইকেট। নিউজিল্যান্ডের ১.২ ওভারে ১ উইকেটে ৯ রান হওয়ার পর ঝোড়ো ব্যাটিং করেন আরেক ওপেনার টিম সাইফার্ট। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান করে নিউজিল্যান্ড। ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪০ রান করা সাইফার্টকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর রান তোলার গতি ধীর হয়ে যাওয়া কিউইদের স্কোর ১১ ওভার শেষে হয়েছে ২ উইকেট ৭২ রান। স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য শেষ সময় বলা হয়েছিল স্থানীয় সময় রাত ১০টা ২৮ মিনিট পর্যন্ত। তবে ৩৩ মিনিট আগে (স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ এখনো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। নিউজিল্যান্ডের কাছে এখন চ্যালেঞ্জ তিন ম্যাচে সিরিজে সমতা ফেরানো। পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছেন রিশাদ হোসেন। বৃষ্টি প্রসঙ্গে তাঁর কাছে জিজ্ঞেস করা হলে বাংলাদেশি লেগস্পিনার বলেন, ‘আমরা শুরুতে জেতার জন্য নেমেছিলাম। বৃষ্টি সৃষ্টিকর্তার ওপর, আমাদের কিছু করার নাই। আমি চেষ্টা করেছি, বাকি সব আপনারা দেখেছেন। কোনো কিছু নিয়ে আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ্। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফেরার।’
একই মাঠ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিততে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তৃতীয় টি-টোয়েন্টি প্রসঙ্গে রিশাদ বলেন, আমাদের সবার বিশ্বাস শতভাগ আছে। আপনারাও আমাদের ওপর বিশ্বাস রাখবেন।’
এবারের নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশ করেছে চক্রপূরণ। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। যার মধ্যে দুটি ‘প্রথম’ এই সফরেই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে, টি-টোয়েন্টি—সীমিত ওভারের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশ পেয়েছে এবারই।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে