Ajker Patrika

পাকিস্তানকে পেছনে ফেলা লঙ্কানদের লক্ষ্য এখন আরও বড়

পাকিস্তানকে পেছনে ফেলা লঙ্কানদের লক্ষ্য এখন আরও বড়

২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল ভুলে যাওয়ার মতো। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেকর্ডের বন্যার ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা। এরপর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩৪৪ রান করেও লঙ্কানরা হেরে গেছে পাকিস্তানের কাছে। হঠাৎ করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস দেখছেন আরও বড় স্বপ্ন। 

দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের কাছে হারার পর শ্রীলঙ্কা এরপর পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার কাছে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে লঙ্কানরা ১২৫ রান যোগ করেছিল অজিদের বিপক্ষে। এরপর হঠাৎ করে ধস নেমে ২০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ২১০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া তাড়া করে ফেলে ৩৫.২ ওভারে। প্রথম তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে একরকম ছিটকে যাওয়ার মতো অবস্থা লঙ্কানদের। যেখানে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নদের নেট রানরেটেরও হয় বেহাল দশা। 

প্রথম তিন ম্যাচ হারার পর শ্রীলঙ্কা খেলে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের দেওয়া ২৬২ রানের লক্ষ্য লঙ্কানরা তাড়া করে জিতেছে ১০ বল হাতে রেখে। প্রথম চার ম্যাচে ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে ঠিকই। তবে ডাচদের বিপক্ষে অল্প ব্যবধানে জেতায় নেট রানরেট প্লাসে আনতে পারেনি লঙ্কানরা। 
-১.০৪৮ নেট রানরেট নিয়ে লঙ্কানরা তখন ছিল ৯ নম্বরে। পয়েন্ট টেবিলে ভগ্ন অবস্থায় থেকে শ্রীলঙ্কা গতকাল মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে দুর্দান্ত বোলিংয়ে ১৫৬ রানে গুটিয়ে দেয় লঙ্কানরা। ১৫৭ রান তাড়া করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর পাথুম নিশাঙ্কা-সাদিরা সামারাবিক্রমার ১২২ বলে ১৩৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে ২৫.৪ ওভারে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে ফেলে। ১৪৬ বল হাতে রেখে জয়তে শ্রীলঙ্কার নেট রানরেট হয়ে যায়-০.২০৫। ৯ নম্বর থেকে এক লাফে পাঁচে উঠে যায় লঙ্কানরা। 

লঙ্কানরা পাঁচে ওঠায় পাকিস্তান নেমে যায় ছয় নম্বরে। কেননা নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের জয়, শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া জয়-দুটো দারুণ জয়ে বাবররা শুরু করেছিল ঠিকই। তবে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান-এই তিন দলের বিপক্ষে হারায় পাকিস্তানের নেট রানরেটের অবস্থা দাঁড়ায়-০.৪০০। অন্যদিকে শ্রীলঙ্কার বাকি চার ম্যাচের প্রতিপক্ষ: আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড। লঙ্কান অধিনায়ক মেন্ডিস এখনো সেমিফাইনালের আশা করছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান অধিনায়ক বলেন, ‘নেট রানরেট বেড়ে যাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। প্রথম কয়েক ওভার আমরা অনেক দারুণ পারফরম্যান্স করেছি। প্রত্যেকেই এই ম্যাচে ভালো খেলেছে। এখনো চার ম্যাচ আমাদের বাকি রয়েছে। যদি এমন পারফরম্যান্স আরও দেখাতে পারি, তাহলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে।’ 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচের ৫ টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। আয়োজকদের নেট রানরেট এখন +১.৩৫৩। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড দুটো দলই ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট পেয়েছে। তবে +২.৩৭০ নেট রানরেট নিয়ে দুইয়ে প্রোটিয়ারা। আর তিন নম্বরে থাকা কিউইদের নেট রানরেট +১.৪৮১। ৬ পয়েন্ট ও +১.১৪২ নেট রানরেট নিয়ে চার নম্বরে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার সমান ৪ পয়েন্ট আফগানিস্তানের রয়েছে ঠিকই। তবে-০.৯৬৯ নেট রানরেট নিয়ে সাত নম্বরে আফগানরা। আর ২ পয়েন্ট ও--১.২৫৩ নেট রানরেট নিয়ে আট নম্বরে এখন বাংলাদেশ। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর চেন্নাইতে এখন খেলছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

ক্রীড়া ডেস্ক    
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে মরক্কো। ছবি: এএফপি
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে মরক্কো। ছবি: এএফপি

চোটে পড়ায় প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন আশরাফ হাকিমি। গত রাতে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন তিনি। তাঁর ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে মরক্কো।

রাবাতে গত রাতে আফকনের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে মরক্কো-জাম্বিয়া। মরক্কোর শুরুর একাদশে না থাকা হাকিমি ৬৪ মিনিটে নামেন নুসার মাজরাউয়ির বদলি হিসেবে। জাম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে মরক্কো। হাকিমির দল তিন ম্যাচ খেলে জিতেছে দুই ম্যাচ ও এক ম্যাচ ড্র করেছে। একই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মালি শেষ ষোলোর টিকিট। তারা কোনো ম্যাচ না জিতেই উঠেছে দ্বিতীয় রাউন্ডে। তিন ম্যাচের তিনটিতে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মালি। এই গ্রুপের তিন ও চারে থাকা কমোরোস, জাম্বিয়া দুই দলেরই পয়েন্ট ২।

জাম্বিয়ার বিপক্ষে গত রাতে জোড়া গোল করেন মরক্কো স্ট্রাইকার আইয়ুব আল কাবি। ৯ মিনিটে তিনি মরক্কোকে ১-০ গোলে এগিয়ে দেন। ২৭ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন দলটির আরেক স্ট্রাইকার ব্রাহিম দিয়াজ। জাম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মরক্কো। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই ব্যবধান ৩-০ করে ফেলে মরক্কো। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আইয়ুব আল কাবি। ৩-০ গোলে এগিয়ে থাকার পরই (৬৪ মিনিটে) মাঠে নামেন হাকিমি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জেতে মরক্কো।

কাসাব্লাঙ্কায় ‘এ’ গ্রুপের অপর ম্যাচে কমোরোসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মালি। তবে পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকায় কোনো ম্যাচ না জিতেও শেষ ষোলোতে উঠেছে মালি। একই দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ৩-২ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে দক্ষিণ আফ্রিকা। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মিসর। অ্যাঙ্গোলার বিপক্ষে মিসর গোলশূন্য ড্রয়ে গ্রুপ পর্ব শেষ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫০
খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব আল হাসানসহ তারকা ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত
খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব আল হাসানসহ তারকা ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষের আজকের সকালটা শুরু হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোকে স্তব্ধ ক্রীড়াঙ্গনও। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশাপাশি সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, জামাল ভূঁইয়ারা শোক জানিয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের ফেসবুক পেজ শোকবার্তায় ছেঁয়ে যায়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব আজ দুপুরে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তাআলা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।’ তামিম ইকবাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক মাধ্যমে সাকিব আল হাসানের পোস্ট। ছবি: ফেসবুক
খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক মাধ্যমে সাকিব আল হাসানের পোস্ট। ছবি: ফেসবুক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার পাশাপাশি রুবেল হোসেন, লিটন, মেহেদী হাসান মিরাজরাও সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন। জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৪৫-এর ১৫ আগস্ট থেকে ২০২৫-এর ৩০ ডিসেম্বর। শান্তিতে ঘুমান।’ ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর সকল গুনাহ মাফ করে দিয়ে কবরকে প্রশস্ত করে দেন। আমিন।’ লিটন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের জানাই সমবেদনা।’

মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’ মুমিনুল হক ফেসবুকে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা। তাঁর নেতৃত্ব ও জাতির জন্য তাঁর অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। শান্তিতে ঘুমান তিনি।’

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুমিনুল হকও। ছবি: ফেসবুক
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুমিনুল হকও। ছবি: ফেসবুক

ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের সংক্রমণ নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। আজ ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে গেলেন না ফেরার দেশে। বিপিএলের আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাফুফেসহ দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও নারী) নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আজই কি সরাসরি ফাইনালের টিকিট পাচ্ছেন সাকিবরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪৫
প্রথম কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের এমআই এমিরেটস আজ খেলবে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে। ছবি: ক্রিকইনফো
প্রথম কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের এমআই এমিরেটস আজ খেলবে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে। ছবি: ক্রিকইনফো

লিগ পর্ব শেষে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি এখন এসে পৌঁছেছে নকআউট পর্যায়ে। আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ডেজার্ট ভাইপার্স-এমআই এমিরেটস। সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট কাটবে। এসএ টোয়েন্টি, বিগ ব্যাশের ম্যাচও রয়েছে আজ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

বিগ ব্যাশ লিগ

সিডনি থান্ডার-পার্থ স্কর্চার্স

বেলা ২টা ১৫ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ২

এস২০

ডারবান-জোহানেসবার্গ

রাত ৯টা ৩০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ২

আইএল টি-টোয়েন্টি

প্রথম কোয়ালিফায়ার

ডেজার্ট ভাইপার্স-এমআই এমিরেটস

রাত ৮টা ৩০ মিনিট

সরাসরি

টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৪
খালেদা জিয়ার মৃত্যুতে  ক্রীড়াঙ্গনও শোকাহত। ফাইল ছবি
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনও শোকাহত। ফাইল ছবি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি ক্রিকেটাররাও শোক জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ এক বিজ্ঞপ্তিতে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলো স্থগিতের কথা জানিয়েছে। এক শোকবার্তায় বিসিবি লিখেছে, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তাঁর সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ক্রিকেট আজ এই পর্যায়ে আসায় তাঁর অবদান অনেক। জাতির এমন দুঃসময়ে আমরা অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছি ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বাফুফে এক শোকবার্তায় লিখেছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব ছিলেন। রাজনীতিতে তাঁর অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সিনিয়র সহসভাপতি, সহসভাপতির পক্ষ থেকে শোক জানাচ্ছে বাফুফে।’ শোক প্রকাশ করেছে ক্রিকেটারদের উন্নয়নের লক্ষ্যে কাজ করা সংগঠন কোয়াবও।

খালেদা জিয়ার মৃত্যুতে তামিম ইকবাল, রুবেল হোসেন, লিটন দাসরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর সকল গুনাহ মাফ করে দিয়ে কবরকে প্রশস্ত করে দেন। আমিন।’ লিটন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের জানাই সমবেদনা।’

খালেদা জিয়ার মৃত্যুতে কোয়াবের শোক প্রকাশ। ছবি: সংগৃহীত
খালেদা জিয়ার মৃত্যুতে কোয়াবের শোক প্রকাশ। ছবি: সংগৃহীত

ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের সংক্রমণ নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। আজ ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে গেলেন না ফেরার দেশে। বাফুফেসহ দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও নারী) নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত