নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির কাছে তামিম ইকবাল কিছুটা সময় চেয়েছিলেন। যদিও নানা সূত্রে জানা যাচ্ছিল, তিনি আর জাতীয় দলে ফিরবেন না। গুঞ্জনই সত্য হলো, তামিম আজ আরেকবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর জাতীয় দলের অধ্যায় শেষ।
আজ রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে তামিম লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরে। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরে এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’
২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের মাঝপথে হতাশা আর অভিমানে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন তামিম। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন। এরপর আবার মাঠে ফেরার প্রস্তুতি নিতে শুরু করলেও তাঁর ফিটনেস এবং বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে নতুন করে জটিলতা তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা ঘটনার ঘনঘটায় শেষ পর্যন্ত সেটা আর হয়নি। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তামিম ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হতে পারেন, এমন গুঞ্জনও শোনা গেছে। তবে সব ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আর ফিরছেন না, এটাই এখন সত্যি।
তামিম লিখেছেন, ‘অনেকে বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই তামিমকে অনুরোধ করেছিলেন জাতীয় দলে ফিরতে। নির্বাচক কমিটির সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে। তবে তামিম শেষ পর্যন্ত নিজের মনের কথা শুনেছেন। কেন শুনেছেন, সেটির ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন ২০২৩ বিশ্বকাপের আগের সেই ঘটনায়, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তবু যেখানেই গিয়েছি, ক্রিকেটভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাঁদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।’
জাতীয় দলে আর না ফেরায় তামিম দুঃখ প্রকাশ করেছেন তাঁর ভক্তদের কাছে। আরেকটি আবেগতাড়িত কথাও লিখেছেন আনুষ্ঠানিকভাবে আরেকবার বিদায় জানানোর বার্তায়, ‘ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’’
বিসিবির কাছে তামিম ইকবাল কিছুটা সময় চেয়েছিলেন। যদিও নানা সূত্রে জানা যাচ্ছিল, তিনি আর জাতীয় দলে ফিরবেন না। গুঞ্জনই সত্য হলো, তামিম আজ আরেকবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর জাতীয় দলের অধ্যায় শেষ।
আজ রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে তামিম লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরে। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরে এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’
২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের মাঝপথে হতাশা আর অভিমানে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন তামিম। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন। এরপর আবার মাঠে ফেরার প্রস্তুতি নিতে শুরু করলেও তাঁর ফিটনেস এবং বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে নতুন করে জটিলতা তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা ঘটনার ঘনঘটায় শেষ পর্যন্ত সেটা আর হয়নি। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তামিম ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হতে পারেন, এমন গুঞ্জনও শোনা গেছে। তবে সব ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আর ফিরছেন না, এটাই এখন সত্যি।
তামিম লিখেছেন, ‘অনেকে বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই তামিমকে অনুরোধ করেছিলেন জাতীয় দলে ফিরতে। নির্বাচক কমিটির সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে। তবে তামিম শেষ পর্যন্ত নিজের মনের কথা শুনেছেন। কেন শুনেছেন, সেটির ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন ২০২৩ বিশ্বকাপের আগের সেই ঘটনায়, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তবু যেখানেই গিয়েছি, ক্রিকেটভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাঁদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।’
জাতীয় দলে আর না ফেরায় তামিম দুঃখ প্রকাশ করেছেন তাঁর ভক্তদের কাছে। আরেকটি আবেগতাড়িত কথাও লিখেছেন আনুষ্ঠানিকভাবে আরেকবার বিদায় জানানোর বার্তায়, ‘ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’’
ব্যাটিংয়ে লিটন-তামিমের তাণ্ডবের পর বোলিংয়ে মুগ্ধ-রাহিদের ছন্দ। ঢাকা ক্যাপিটালের দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়ল ঢাকা। টানা ছয় হারের পর ১৪৯ রানের বড় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। রাজশাহীর রায়ান বার্ল
১০ ঘণ্টা আগেএকই ইনিংসে রেকর্ড দুই সেঞ্চুরি, রেকর্ড ২৫০ পেরোনো স্কোর। সিলেটে দুর্বার রাজশাহী-ঢাকার ম্যাচে আর কি কি রেকর্ড দেখল বিপিএল, জেনে নেওয়া যাক
১০ ঘণ্টা আগেলিটন দাস নাকি লিটন ঠাস ঠাস! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত লিটনের ব্যাট তো ঠাস ঠাসই করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরে আলোচনায় লিটন, দুপুরেই শুনেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাঁকে। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার
১১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
১৩ ঘণ্টা আগে