নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস বাংলাদেশ থামায় ৩৬৭ রানে। কিন্তু প্রোটিয়াদের অলআউট করে স্বস্তিতে থাকতে পারল না মুমিনুল হকের দল। ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে দিশেহারা বাংলাদেশ। দলীয় শতকে পৌঁছানোর আগেই ৪ উইকেট নেই। আশার আলো হয়ে টিকে থাকা সেই মাহমুদুল হাসান জয়ই পথ দেখালেন। মুমিনুল হকের দল থামে ২৯৮ রানে।
আজ টেস্ট ক্যারিয়ারের পঞ্চম টেস্টে স্বপ্নের সেঞ্চুরি তুলে নেন ডানহাতি ওপেনার। ১৩৭ রানে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন জয়। তাঁর স্বপ্নের সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে প্রোটিয়াদের লিড ৭৫ রানের। আজ দ্বিতীয় ইনিংসে ৬ রান যোগ করেছে তারা।
শুক্রবার সকালে ৪ উইকেটে ৯৮ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। চারটি উইকেটই নিয়েছিলেন সাইমন হারমার। আজ অবশ্য তাকে কোনো উইকেট দেয়নি মুমিনুল হকের দল। তবে তিন উইকেট নেন লিজাড উইলিয়ামস। জয়কে তিনিই থামিয়েছেন। ৩২৬ বলের ইনিংসটি বাংলাদেশ ওপেনার সাজান ১৫টি চার ও ২ ছক্কায়।
দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। আগের দিনের 'নাইট ওয়াচম্যান' তাসকিন আহমেদ সাজঘরে ফিরলেন ১ রান করেই। মুখোমুখি হওয়া দিনের তৃতীয় বলে লিজাড উইলিয়ামসের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে ষষ্ঠ উইকেট জুটিতে ফর্মে থাকা লিটন দাসকে নিয়ে গড়েন ৮২ রানের জুটি।
পরে ইয়াসির আলি ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরো দুটি কার্যকর জুটি গড়েন জয়। সবকটি জুটিতেই জয় থাকলেন চালকের আসনে। লিটন ৪১, ইয়াসির ২২ এবং মিরাজ ২৯ রানে ফেরেন সাজঘরে। রান সংখ্যার হিসেবে তাদের ইনিংস মূল্যায়ন করা কঠিন। নয়তো জয় পথ হারাতে পারতেন অনেক আগেই। তার আউটেই অলআউট হয় বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে অপরাজিত থাকেন জয়। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে সতীর্থ ১০ ব্যাটারের সঙ্গই তিনি পেয়েছেন। জয়ের পথচলায় লোয়ার মিডল অর্ডারের ভূমিকা ছিল অনেক।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা
৩৬৭ ও ৪ ওভারে ৬/০
বাংলাদেশ
১১৫.৫ ওভারে ২৯৮
জয় ১৩৭; হারমার ৪/১০৩
* দক্ষিণ আফ্রিকা ৭৫ রানে এগিয়ে
• তৃতীয় দিন শেষে

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস বাংলাদেশ থামায় ৩৬৭ রানে। কিন্তু প্রোটিয়াদের অলআউট করে স্বস্তিতে থাকতে পারল না মুমিনুল হকের দল। ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে দিশেহারা বাংলাদেশ। দলীয় শতকে পৌঁছানোর আগেই ৪ উইকেট নেই। আশার আলো হয়ে টিকে থাকা সেই মাহমুদুল হাসান জয়ই পথ দেখালেন। মুমিনুল হকের দল থামে ২৯৮ রানে।
আজ টেস্ট ক্যারিয়ারের পঞ্চম টেস্টে স্বপ্নের সেঞ্চুরি তুলে নেন ডানহাতি ওপেনার। ১৩৭ রানে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন জয়। তাঁর স্বপ্নের সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে প্রোটিয়াদের লিড ৭৫ রানের। আজ দ্বিতীয় ইনিংসে ৬ রান যোগ করেছে তারা।
শুক্রবার সকালে ৪ উইকেটে ৯৮ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। চারটি উইকেটই নিয়েছিলেন সাইমন হারমার। আজ অবশ্য তাকে কোনো উইকেট দেয়নি মুমিনুল হকের দল। তবে তিন উইকেট নেন লিজাড উইলিয়ামস। জয়কে তিনিই থামিয়েছেন। ৩২৬ বলের ইনিংসটি বাংলাদেশ ওপেনার সাজান ১৫টি চার ও ২ ছক্কায়।
দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। আগের দিনের 'নাইট ওয়াচম্যান' তাসকিন আহমেদ সাজঘরে ফিরলেন ১ রান করেই। মুখোমুখি হওয়া দিনের তৃতীয় বলে লিজাড উইলিয়ামসের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে ষষ্ঠ উইকেট জুটিতে ফর্মে থাকা লিটন দাসকে নিয়ে গড়েন ৮২ রানের জুটি।
পরে ইয়াসির আলি ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরো দুটি কার্যকর জুটি গড়েন জয়। সবকটি জুটিতেই জয় থাকলেন চালকের আসনে। লিটন ৪১, ইয়াসির ২২ এবং মিরাজ ২৯ রানে ফেরেন সাজঘরে। রান সংখ্যার হিসেবে তাদের ইনিংস মূল্যায়ন করা কঠিন। নয়তো জয় পথ হারাতে পারতেন অনেক আগেই। তার আউটেই অলআউট হয় বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে অপরাজিত থাকেন জয়। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে সতীর্থ ১০ ব্যাটারের সঙ্গই তিনি পেয়েছেন। জয়ের পথচলায় লোয়ার মিডল অর্ডারের ভূমিকা ছিল অনেক।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা
৩৬৭ ও ৪ ওভারে ৬/০
বাংলাদেশ
১১৫.৫ ওভারে ২৯৮
জয় ১৩৭; হারমার ৪/১০৩
* দক্ষিণ আফ্রিকা ৭৫ রানে এগিয়ে
• তৃতীয় দিন শেষে

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১০ মিনিট আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১ ঘণ্টা আগে
১৭ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। তবু ঘরের মাঠে বাংলাদেশের খেলা থাকলেই সাকিব ভক্তের উপস্থিতি চোখে পড়ার মতো। তাঁর পোস্টার-প্ল্যাকার্ডও স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায়। তবে এসব নিয়ে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়তে হচ্ছে ভক্তদের। তা দেখে সাকিবের মনে স
২ ঘণ্টা আগে
ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ফলে ব্যাপারটা আইসিসিতে যাওয়া উচিত—কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন সাকিব আল হাসান। তাঁর এই কথায় ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া হয়েছে। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া এই তারকা অলরাউন্ডার মনে করেন, ব্যাপারটা যদি আইসিসি পর্যন্ত গড়ায়, সে ক্ষেত্রে যেকোনো
৩ ঘণ্টা আগে