নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

সিলেট টেস্ট নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। দিনের দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৬৮ রান। কিন্তু উইকেটের সংখ্যাটা নিশ্চিতভাবে আরও বাড়ত। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না।
রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সোহানই অবশ্য মিচেলের ক্যাচ নিয়েছেন পরে।
দ্বিতীয় সেশন বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি হাতছাড়া করল বাংলাদেশ দল। ৪৯তম ওভারের শেষ বলে মিড উইকেটে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করেন তাইজুল। এই ক্যাচ হতে পারত ম্যাচের মোড় ঘোরানো। ফিফটি করে ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।
দ্বিতীয় সেশনের ২৮ ওভারে নিউজিল্যান্ড তোলে ৯০ রান। বিপরীতে বাংলাদেশি বোলাররা নিয়েছেন ২ উইকেট। মিচেল ৪১ ও হেনরি নিকোলস ফেরেন ১৯ রানে। প্রথম সেশনেও ২ উইকেট পেয়েছেন বোলাররা। টম লাথাম ২১ ও ডেভন কনওয়ে আউট হয়েছেন ১২ রানে। তাইজুল নিয়েছেন ২টি উইকেট। তবে তৃতীয় সেশনের শুরুতে টম ব্লান্ডেলকে (৬) ফিরিয়েছেন নাঈম হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। তবে ৫৯তম ওভারে নাঈম হাসানের বলে উইলিয়ামসনের সহজ আরেকটি ক্যাচ মিস করেছেন শরীফুল ইসলাম।
এর আগে শেষ উইকেট নিতে দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের লাগল মাত্র এক বল। টিম সাউদির করা দিনের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল। আজ আর স্কোরে কোনো রান জমা করতে পারেনি বাংলাদেশ দল। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়ে গেছে তারা।
স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন শরীফুল। বল লাগে তাঁর প্যাডে, কিউইদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। শরীফুল করেছেন ১৩ রান। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল।

সিলেট টেস্ট নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। দিনের দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৬৮ রান। কিন্তু উইকেটের সংখ্যাটা নিশ্চিতভাবে আরও বাড়ত। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না।
রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সোহানই অবশ্য মিচেলের ক্যাচ নিয়েছেন পরে।
দ্বিতীয় সেশন বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি হাতছাড়া করল বাংলাদেশ দল। ৪৯তম ওভারের শেষ বলে মিড উইকেটে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করেন তাইজুল। এই ক্যাচ হতে পারত ম্যাচের মোড় ঘোরানো। ফিফটি করে ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।
দ্বিতীয় সেশনের ২৮ ওভারে নিউজিল্যান্ড তোলে ৯০ রান। বিপরীতে বাংলাদেশি বোলাররা নিয়েছেন ২ উইকেট। মিচেল ৪১ ও হেনরি নিকোলস ফেরেন ১৯ রানে। প্রথম সেশনেও ২ উইকেট পেয়েছেন বোলাররা। টম লাথাম ২১ ও ডেভন কনওয়ে আউট হয়েছেন ১২ রানে। তাইজুল নিয়েছেন ২টি উইকেট। তবে তৃতীয় সেশনের শুরুতে টম ব্লান্ডেলকে (৬) ফিরিয়েছেন নাঈম হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। তবে ৫৯তম ওভারে নাঈম হাসানের বলে উইলিয়ামসনের সহজ আরেকটি ক্যাচ মিস করেছেন শরীফুল ইসলাম।
এর আগে শেষ উইকেট নিতে দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের লাগল মাত্র এক বল। টিম সাউদির করা দিনের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল। আজ আর স্কোরে কোনো রান জমা করতে পারেনি বাংলাদেশ দল। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়ে গেছে তারা।
স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন শরীফুল। বল লাগে তাঁর প্যাডে, কিউইদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। শরীফুল করেছেন ১৩ রান। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৫ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে