
বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে খেলার আশা শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। সেদিন স্বপ্নভঙ্গের ম্যাচের পর ক্যারিবিয়ান সমর্থকদের মুখে শেষ দুই ম্যাচে হাসি ফোটানোর কথা জানিয়েছিলেন শাই হোপ।
কথাটা অবশ্য পুরোপুরি রাখতে পারলেন না হোপ। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে জয় পেলেও আজ টুর্নামেন্ট শেষ করেছে হার দিয়ে। যেন বিশ্বকাপে সুযোগ না পাওয়ার দুঃখটা আরও বাড়ল তাতে। আজ হারারেতে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। প্রতিপক্ষকে ২৪৪ রানের লক্ষ্য দিলে ৩৪ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। এতে করে বাছাইপর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে দ্বীপ রাষ্ট্রটি।
২৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। ওপেনিং জুটিতে ১৯০ রান যোগ করেন দুজনে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১০৪ রানে আউট হন নিশাঙ্কা। শতকটি করতে কোনো ছক্কা না মারলেও চার মেরেছেন ১৪টি। তাঁর বিদায়ের পরপরই ফিরে যান ৮৩ রানে করুণারত্নেও। তাঁদের বিদায়ের পর বাকি আনুষ্ঠানিকতা সারেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।
এর আগে টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকা ক্যারিবিয়ানরা ২০০ করতে পারবে কি না এমন একটা অবস্থায় ছিল। ১৫৫ রানেই ৮ উইকেট হারিয়েছিল তারা। শেষ পর্যন্ত লড়াইয়ের এই পুঁজিটা ওয়ানডেতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা পায় কেসি কার্টির ৮৭ রানের ওপর ভর করে। দল ২৪৩ রানে অলআউট হওয়ার আগে শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার মহেশ থিকশেনা। এমন দুর্দান্ত বোলিংয়ের জন্যই পরে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই অফ স্পিনার। সতীর্থ নিশাঙ্কা সেঞ্চুরি করার পরও।

বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে খেলার আশা শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। সেদিন স্বপ্নভঙ্গের ম্যাচের পর ক্যারিবিয়ান সমর্থকদের মুখে শেষ দুই ম্যাচে হাসি ফোটানোর কথা জানিয়েছিলেন শাই হোপ।
কথাটা অবশ্য পুরোপুরি রাখতে পারলেন না হোপ। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে জয় পেলেও আজ টুর্নামেন্ট শেষ করেছে হার দিয়ে। যেন বিশ্বকাপে সুযোগ না পাওয়ার দুঃখটা আরও বাড়ল তাতে। আজ হারারেতে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। প্রতিপক্ষকে ২৪৪ রানের লক্ষ্য দিলে ৩৪ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। এতে করে বাছাইপর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে দ্বীপ রাষ্ট্রটি।
২৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। ওপেনিং জুটিতে ১৯০ রান যোগ করেন দুজনে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১০৪ রানে আউট হন নিশাঙ্কা। শতকটি করতে কোনো ছক্কা না মারলেও চার মেরেছেন ১৪টি। তাঁর বিদায়ের পরপরই ফিরে যান ৮৩ রানে করুণারত্নেও। তাঁদের বিদায়ের পর বাকি আনুষ্ঠানিকতা সারেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।
এর আগে টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকা ক্যারিবিয়ানরা ২০০ করতে পারবে কি না এমন একটা অবস্থায় ছিল। ১৫৫ রানেই ৮ উইকেট হারিয়েছিল তারা। শেষ পর্যন্ত লড়াইয়ের এই পুঁজিটা ওয়ানডেতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা পায় কেসি কার্টির ৮৭ রানের ওপর ভর করে। দল ২৪৩ রানে অলআউট হওয়ার আগে শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার মহেশ থিকশেনা। এমন দুর্দান্ত বোলিংয়ের জন্যই পরে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই অফ স্পিনার। সতীর্থ নিশাঙ্কা সেঞ্চুরি করার পরও।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে