
দেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম দিনগুলোর একটি আজ। টেস্টে প্রথমবার নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়েছে লাল-সবুজের দল।
ইবাদত হোসেনের বিধ্বংসী স্পেলে গতকাল চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে বাংলাদেশ পেয়ে যায় জয়ের স্বপ্ন বোনার রসদ। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে পরিস্থিতি। তাই মাউন্ট মঙ্গানুইয়ে চালকের আসনে থাকলেও নির্ভার থাকতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। আগের রাতে দুশ্চিন্তায় ঠিকমতো ঘুম হয়নি তাঁর।
ঐতিহাসিক জয়ের পর স্বস্তির ঘুম মুমিনুল এবার দিতেই পারেন! তবে দলের স্বার্থে দুষ্প্রাপ্য মুহূর্তটিও আপাতত ভুলে থাকতে চাইছেন তিনি। বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়া মুমিনুল বলেছেন, ‘দলে সবার অবদান ছিল। জেতার জন্য সবাই মুখিয়ে ছিলাম। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে সবাই। বোলাররাই মূলত জিতিয়েছে। দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে সঠিক জায়গায় বল করে গেছে। আর্দ্রতা কাজে লাগিয়েছে। ইবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’
নিউজিল্যান্ডে ইতিহাস গড়েও পা মাটিতে রাখতে চান মুমিনুল। আপাতত এই জয় ভুলে ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী টেস্টে মনোযোগ দিতে চান তিনি, ‘সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলিনি। এই ম্যাচে আমাদের ব্যতিক্রম কিছু করতে হতো। তবে এই জয়ের কথা আমাদের ভুলে যেতে হবে এবং ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।’
উত্তেজনায় রাতে ঘুমাতে পারেননি বলেও জানান মুমিনুল, ‘কী ঘটেছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা অবিশ্বাস্য। সত্যি বলতে, গতকাল খেলা শেষে রুমে যাওয়ার পর আজ কী হবে সেটা নিয়ে ভেবেছি। ওদের ৫ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল বেশি রান করতে পারে আবার কম রানও করতে পারে। এসব টেনশনে আগের রাতে ঘুমাতে পারিনি।’

দেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম দিনগুলোর একটি আজ। টেস্টে প্রথমবার নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়েছে লাল-সবুজের দল।
ইবাদত হোসেনের বিধ্বংসী স্পেলে গতকাল চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে বাংলাদেশ পেয়ে যায় জয়ের স্বপ্ন বোনার রসদ। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে পরিস্থিতি। তাই মাউন্ট মঙ্গানুইয়ে চালকের আসনে থাকলেও নির্ভার থাকতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। আগের রাতে দুশ্চিন্তায় ঠিকমতো ঘুম হয়নি তাঁর।
ঐতিহাসিক জয়ের পর স্বস্তির ঘুম মুমিনুল এবার দিতেই পারেন! তবে দলের স্বার্থে দুষ্প্রাপ্য মুহূর্তটিও আপাতত ভুলে থাকতে চাইছেন তিনি। বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়া মুমিনুল বলেছেন, ‘দলে সবার অবদান ছিল। জেতার জন্য সবাই মুখিয়ে ছিলাম। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে সবাই। বোলাররাই মূলত জিতিয়েছে। দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে সঠিক জায়গায় বল করে গেছে। আর্দ্রতা কাজে লাগিয়েছে। ইবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’
নিউজিল্যান্ডে ইতিহাস গড়েও পা মাটিতে রাখতে চান মুমিনুল। আপাতত এই জয় ভুলে ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী টেস্টে মনোযোগ দিতে চান তিনি, ‘সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলিনি। এই ম্যাচে আমাদের ব্যতিক্রম কিছু করতে হতো। তবে এই জয়ের কথা আমাদের ভুলে যেতে হবে এবং ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।’
উত্তেজনায় রাতে ঘুমাতে পারেননি বলেও জানান মুমিনুল, ‘কী ঘটেছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা অবিশ্বাস্য। সত্যি বলতে, গতকাল খেলা শেষে রুমে যাওয়ার পর আজ কী হবে সেটা নিয়ে ভেবেছি। ওদের ৫ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল বেশি রান করতে পারে আবার কম রানও করতে পারে। এসব টেনশনে আগের রাতে ঘুমাতে পারিনি।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে