
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে টি-টোয়েন্টি মেজাজেই খেলতে হতো। ওভারপ্রতি বাংলাদেশকে রান তুলতে হতো ৮-এর বেশি। তবে সফরকারীরা এই ম্যাচে টি-টোয়েন্টির ঘরানায় ব্যাটিং করার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আবার পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরে যায় বাংলাদেশ।
বৃষ্টি আইনে ৩০ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ২৪৫ রানের। সৌম্য সরকারকে ফিরিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি ১ রানে ভেঙে দিয়েছেন অ্যাডাম মিলনে। ৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য। এরপর দ্বিতীয় উইকেটে আনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্তর জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। জুটিটা যখন ভালোভাবে এগোচ্ছিল, তখনই বাজে এক শটে নিজের উইকেট উপহার দেন শান্ত। সপ্তম ওভারের চতুর্থ বলে ইশ সোধিকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ১৩ বলে ২ চারে করেন ১৫ রান। শান্ত-বিজয়ের জুটি ছিল ৩৬ বলে ৪৬ রানের।
সৌম্য, শান্তর বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ২ উইকেটে ৪৭ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তৃতীয় উইকেটেও বিজয়-লিটনের জুটি যখন সাবলীলভাবে এগোচ্ছিল, তখনই বাগড়া দেন নিউজিল্যান্ডের পেসার জশ ক্লার্কসন। ওয়ানডে অভিষেকে ক্লার্কসন কট এন্ড বোল্ডে নিয়েছেন বিজয়ের উইকেট। ৩৯ বলে ৫ চারে বিজয় করেন ৪৩ রান।
বিজয়ের পর লিটনেরও উইকেট তুলে নেন ক্লার্কসন। হুক শট খেলতে গিয়ে লিটন নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম ব্লান্ডেলের তালুবন্দী হয়েছেন। ১৯ বলে ১ চার ও ১ ছক্কায় লিটন করেন ২২ রান। এরপর সদ্য উইকেটে আসা মুশফিকুর রহিম কট বিহাইন্ডের শিকার হয়েছেন রাচীন রবীন্দ্রর বলে। বিজয়, লিটন, মুশফিকের দ্রুত বিদায়ে মুহূর্তেই বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮০ থেকে হয়ে যায় ৫ উইকেটে ১০৩ রান।
হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৮৩ বলে বাংলাদেশের দরকার হয় ১৪২ রান। ওভারপ্রতি রান দরকার ১০.২৬। তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের ঝোড়ো ব্যাটিং অল্পের জন্য হলেও বাংলাদেশের ম্যাচ জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল। ৩৮ বলে ৫৬ রানের জুটি গড়েন হৃদয় ও আফিফ। হৃদয়কে ফিরিয়ে জুটি ভাঙেন সোধি। ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রান বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। এই জুটি ভাঙার পর পাল্লা দিয়ে রান তাড়া করতে পারেনি সফরকারীরা। ৩০ ওভারে ৯ উইকেটে ২০০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান করেন বিজয়। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মিলনে, সোধি ও ক্লার্কসন। ১টি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্কি ও রবীন্দ্র।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় নিউজিল্যান্ড। দফায় দফায় বৃষ্টির বাগড়া দেওয়ায় কিউইদের ইনিংস নেমে আসে ৩০ ওভারে। প্রথম ওভারেই স্কোরবোর্ডে ৫ রান জমা করতে ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর তৃতীয় উইকেটে ১৪৫ বলে ১৭১ রানের জুটি গড়তে অবদান রাখেন উইল ইয়ং ও টম লাথাম। লাথাম ৯২ রানে আউট হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ইয়ং। ৮৪ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করেন ইয়ং, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। নির্ধারিত ৩০ ওভারে কিউইরা করে ৭ উইকেটে ২৩৯ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শরীফুল ও মিরাজ নিয়েছেন ১ উইকেট। বাকি ৪ উইকেট হয়েছে রান আউট।
ম্যাচসেরা হয়েছেন ইয়ং। ৮৪ বলে ১০৫ রানের পাশাপাশি ফিল্ডার হিসেবে দুটি ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে টি-টোয়েন্টি মেজাজেই খেলতে হতো। ওভারপ্রতি বাংলাদেশকে রান তুলতে হতো ৮-এর বেশি। তবে সফরকারীরা এই ম্যাচে টি-টোয়েন্টির ঘরানায় ব্যাটিং করার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আবার পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরে যায় বাংলাদেশ।
বৃষ্টি আইনে ৩০ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ২৪৫ রানের। সৌম্য সরকারকে ফিরিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি ১ রানে ভেঙে দিয়েছেন অ্যাডাম মিলনে। ৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য। এরপর দ্বিতীয় উইকেটে আনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্তর জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। জুটিটা যখন ভালোভাবে এগোচ্ছিল, তখনই বাজে এক শটে নিজের উইকেট উপহার দেন শান্ত। সপ্তম ওভারের চতুর্থ বলে ইশ সোধিকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ১৩ বলে ২ চারে করেন ১৫ রান। শান্ত-বিজয়ের জুটি ছিল ৩৬ বলে ৪৬ রানের।
সৌম্য, শান্তর বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ২ উইকেটে ৪৭ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তৃতীয় উইকেটেও বিজয়-লিটনের জুটি যখন সাবলীলভাবে এগোচ্ছিল, তখনই বাগড়া দেন নিউজিল্যান্ডের পেসার জশ ক্লার্কসন। ওয়ানডে অভিষেকে ক্লার্কসন কট এন্ড বোল্ডে নিয়েছেন বিজয়ের উইকেট। ৩৯ বলে ৫ চারে বিজয় করেন ৪৩ রান।
বিজয়ের পর লিটনেরও উইকেট তুলে নেন ক্লার্কসন। হুক শট খেলতে গিয়ে লিটন নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম ব্লান্ডেলের তালুবন্দী হয়েছেন। ১৯ বলে ১ চার ও ১ ছক্কায় লিটন করেন ২২ রান। এরপর সদ্য উইকেটে আসা মুশফিকুর রহিম কট বিহাইন্ডের শিকার হয়েছেন রাচীন রবীন্দ্রর বলে। বিজয়, লিটন, মুশফিকের দ্রুত বিদায়ে মুহূর্তেই বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮০ থেকে হয়ে যায় ৫ উইকেটে ১০৩ রান।
হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৮৩ বলে বাংলাদেশের দরকার হয় ১৪২ রান। ওভারপ্রতি রান দরকার ১০.২৬। তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের ঝোড়ো ব্যাটিং অল্পের জন্য হলেও বাংলাদেশের ম্যাচ জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল। ৩৮ বলে ৫৬ রানের জুটি গড়েন হৃদয় ও আফিফ। হৃদয়কে ফিরিয়ে জুটি ভাঙেন সোধি। ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রান বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। এই জুটি ভাঙার পর পাল্লা দিয়ে রান তাড়া করতে পারেনি সফরকারীরা। ৩০ ওভারে ৯ উইকেটে ২০০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান করেন বিজয়। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মিলনে, সোধি ও ক্লার্কসন। ১টি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্কি ও রবীন্দ্র।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় নিউজিল্যান্ড। দফায় দফায় বৃষ্টির বাগড়া দেওয়ায় কিউইদের ইনিংস নেমে আসে ৩০ ওভারে। প্রথম ওভারেই স্কোরবোর্ডে ৫ রান জমা করতে ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর তৃতীয় উইকেটে ১৪৫ বলে ১৭১ রানের জুটি গড়তে অবদান রাখেন উইল ইয়ং ও টম লাথাম। লাথাম ৯২ রানে আউট হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ইয়ং। ৮৪ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করেন ইয়ং, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। নির্ধারিত ৩০ ওভারে কিউইরা করে ৭ উইকেটে ২৩৯ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শরীফুল ও মিরাজ নিয়েছেন ১ উইকেট। বাকি ৪ উইকেট হয়েছে রান আউট।
ম্যাচসেরা হয়েছেন ইয়ং। ৮৪ বলে ১০৫ রানের পাশাপাশি ফিল্ডার হিসেবে দুটি ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে