
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার লর্ডস টেস্ট শুরুর আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্ব কাজে আসবে না। তাঁর কথার প্রমাণও দিয়েছেন সতীর্থরা। মাত্র আড়াই দিনেই সফরকারীরা ইনিংস ও ১২ রানে হারায় ইংলিশদের। ম্যাচ হারার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানান, ‘বাজবল’ ক্রিকেট খেলা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটুট থাকবেন তাঁরা। এবার তাঁদের কোচ ব্রেন্ডন ম্যাককালামও জানিয়েছেন, তিনিও কোচিং দর্শনে কোনো পরিবর্তন আনছেন না। টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক খেলা উপহার দেওয়াই তাঁর উদ্দেশ্য।
কয়েক মাস আগে টেস্টে টানা ব্যর্থতার পর ইংল্যান্ড নেতৃত্বে ও কোচিংয়ে পরিবর্তন আনে। নতুন কোচ ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসের জুটিতে সাফল্য পাওয়া শুরু করে তারা। এ জুটি দায়িত্ব নেওয়ার পর টানা চার টেস্ট জেতে ইংল্যান্ড। টেস্টের জয়গুলো ছিল আবার দেখার মতো। এর আগে টেস্টে ক্রিকেটে এমন মারকুটে ব্যাট চালাতে দেখা যায়নি কোনো দলের। সাবেক নিউজিল্যান্ড ব্যাটার ম্যাককালাম খেলোয়াড়ি জীবনের আক্রমণাত্মক দর্শনকে কাজে লাগিয়েছেন কোচিংয়ে। উদ্ভাবন করেছেন ‘বাজবল’ তত্ত্ব। যার প্রধান লক্ষ্য ভয়ডরহীন ক্রিকেট খেলা।
শেষ চার ম্যাচে ‘বাজবল’ ক্রিকেট খেলে দুর্দান্ত সাফল্য পেলেও প্রোটিয়াদের বিপক্ষে লর্ডস টেস্টে ম্যাককালামের দর্শন মুখ থুবড়ে পড়ে। ম্যাচ হারার পর থেকেই কথা উঠছে এ তত্ত্বের ভবিষ্যৎ নিয়ে। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হলেও আক্রমণাত্মক খেলায় কোনো পরিবর্তন আনবেন না জানিয়েছেন ম্যাককালাম। ৪০ বছর বয়সী কিউই কোচ বলেছেন, ‘প্রথম টেস্টে হারার পর নিজেদের জিজ্ঞাসা করতে চাই, প্রতিপক্ষের ওপর যথেষ্ট দাপট দেখাতে পেরেছিলাম কিনা। আমাদের আরও আক্রমণাত্মক খেলা উচিত ছিল। আমাদের চাপে রাখার সময় আরও বেশি সাহসী হওয়া দরকার ছিল। উভয় ইনিংসে পাল্টা চাপ দিতে হতো প্রতিপক্ষকে। মাঝে মাঝে চাপ শোষণ করার চেষ্টা করতে হবে। নিজেকে সমতার অবস্থানে নিতে হবে। তারপর বিরোধীদের ওপর কিছুটা চাপ দিতে হবে। আমরা সেটা করতে পারিনি।’

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার লর্ডস টেস্ট শুরুর আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্ব কাজে আসবে না। তাঁর কথার প্রমাণও দিয়েছেন সতীর্থরা। মাত্র আড়াই দিনেই সফরকারীরা ইনিংস ও ১২ রানে হারায় ইংলিশদের। ম্যাচ হারার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানান, ‘বাজবল’ ক্রিকেট খেলা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটুট থাকবেন তাঁরা। এবার তাঁদের কোচ ব্রেন্ডন ম্যাককালামও জানিয়েছেন, তিনিও কোচিং দর্শনে কোনো পরিবর্তন আনছেন না। টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক খেলা উপহার দেওয়াই তাঁর উদ্দেশ্য।
কয়েক মাস আগে টেস্টে টানা ব্যর্থতার পর ইংল্যান্ড নেতৃত্বে ও কোচিংয়ে পরিবর্তন আনে। নতুন কোচ ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসের জুটিতে সাফল্য পাওয়া শুরু করে তারা। এ জুটি দায়িত্ব নেওয়ার পর টানা চার টেস্ট জেতে ইংল্যান্ড। টেস্টের জয়গুলো ছিল আবার দেখার মতো। এর আগে টেস্টে ক্রিকেটে এমন মারকুটে ব্যাট চালাতে দেখা যায়নি কোনো দলের। সাবেক নিউজিল্যান্ড ব্যাটার ম্যাককালাম খেলোয়াড়ি জীবনের আক্রমণাত্মক দর্শনকে কাজে লাগিয়েছেন কোচিংয়ে। উদ্ভাবন করেছেন ‘বাজবল’ তত্ত্ব। যার প্রধান লক্ষ্য ভয়ডরহীন ক্রিকেট খেলা।
শেষ চার ম্যাচে ‘বাজবল’ ক্রিকেট খেলে দুর্দান্ত সাফল্য পেলেও প্রোটিয়াদের বিপক্ষে লর্ডস টেস্টে ম্যাককালামের দর্শন মুখ থুবড়ে পড়ে। ম্যাচ হারার পর থেকেই কথা উঠছে এ তত্ত্বের ভবিষ্যৎ নিয়ে। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হলেও আক্রমণাত্মক খেলায় কোনো পরিবর্তন আনবেন না জানিয়েছেন ম্যাককালাম। ৪০ বছর বয়সী কিউই কোচ বলেছেন, ‘প্রথম টেস্টে হারার পর নিজেদের জিজ্ঞাসা করতে চাই, প্রতিপক্ষের ওপর যথেষ্ট দাপট দেখাতে পেরেছিলাম কিনা। আমাদের আরও আক্রমণাত্মক খেলা উচিত ছিল। আমাদের চাপে রাখার সময় আরও বেশি সাহসী হওয়া দরকার ছিল। উভয় ইনিংসে পাল্টা চাপ দিতে হতো প্রতিপক্ষকে। মাঝে মাঝে চাপ শোষণ করার চেষ্টা করতে হবে। নিজেকে সমতার অবস্থানে নিতে হবে। তারপর বিরোধীদের ওপর কিছুটা চাপ দিতে হবে। আমরা সেটা করতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
১৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে