
চোট, অফ ফর্ম ফখর জামানকে ভোগাচ্ছে গত কয়েক মাস ধরে। এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচের পর ফখর টানা পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাননি। অবশেষে গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
গত ৬ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ বলে ১২ রান করেন ফখর। এর পরই তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পান আব্দুল্লাহ শফিক। শফিক দারুণ ছন্দে থাকলেও আরেক ওপেনার ইমাম-উল-হক ধারাবাহিক পারফর্ম করতেই পারছিলেন না।
২৭ গড় ও ৯০ স্ট্রাইক রেটে ১ ফিফটিতে করেছেন ১৬২ রান। ফর্মহীনতায় ভুগতে থাকা ইমামকে বাদ দিয়ে গতকাল পাকিস্তানের একাদশে ফেরানো হয়েছে ফখরকে। বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলেছেন ফখর। ৭৪ বলে ৩ চার ও ৭ ছক্কায় করেছেন ৮১ রান। তাঁর বিশাল ছক্কাগুলো ইডেন গার্ডেনসের গ্যালারিতে গিয়ে আছড়ে পড়েছে। দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বাংলাদেশ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে চান ফখর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি অনেক ব্যর্থ হয়েছি। এমন একটা ইনিংস খেলতে মুখিয়ে ছিলাম। আশা করি সামনের ম্যাচগুলোতে বড় স্কোর করতে পারব।’
বাংলাদেশের দেওয়া ২০৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। তাতে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে এখন পাকিস্তান। বাবর আজমের দলের নেট রানরেট-০.০২৪। নেট রানরেটের চিন্তা মাথায় রেখেই দ্রুত গতিতে ব্যাটিং করেছেন বলে জানিয়েছেন ফখর। যেখানে ১৭.৫ ওভারে শফিক-ফখরের উদ্বোধনী জুটি ১০০ পেরিয়ে যায়।
এরপর আরও বেশি আক্রমণাত্মক হয়েছেন ফখর। পাকিস্তানের বাঁহাতি ওপেনার বলেন, ‘সুযোগ পাওয়ার পর আজ (গতকাল) আমার কঠোর পরিশ্রম কাজে দিয়েছে। আব্দুল্লাহকে বলেছিলাম যে প্রথম কয়েক ওভার আমি দেখব। বিশাল ছক্কা যে মারতে পারি, তা আমি জানি। আমার কাজ আমার সঙ্গীর জন্য অনেক সহজ হয়ে গেছে। দলের রান ১০০ হওয়ার পর নেট রানরেটের চিন্তা আমাদের মাথায় এল। এ কারণে লক্ষ্য ছিল ৩০ ওভারের মধ্যে খেলা শেষ করা।’

চোট, অফ ফর্ম ফখর জামানকে ভোগাচ্ছে গত কয়েক মাস ধরে। এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচের পর ফখর টানা পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাননি। অবশেষে গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
গত ৬ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ বলে ১২ রান করেন ফখর। এর পরই তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পান আব্দুল্লাহ শফিক। শফিক দারুণ ছন্দে থাকলেও আরেক ওপেনার ইমাম-উল-হক ধারাবাহিক পারফর্ম করতেই পারছিলেন না।
২৭ গড় ও ৯০ স্ট্রাইক রেটে ১ ফিফটিতে করেছেন ১৬২ রান। ফর্মহীনতায় ভুগতে থাকা ইমামকে বাদ দিয়ে গতকাল পাকিস্তানের একাদশে ফেরানো হয়েছে ফখরকে। বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলেছেন ফখর। ৭৪ বলে ৩ চার ও ৭ ছক্কায় করেছেন ৮১ রান। তাঁর বিশাল ছক্কাগুলো ইডেন গার্ডেনসের গ্যালারিতে গিয়ে আছড়ে পড়েছে। দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বাংলাদেশ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে চান ফখর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি অনেক ব্যর্থ হয়েছি। এমন একটা ইনিংস খেলতে মুখিয়ে ছিলাম। আশা করি সামনের ম্যাচগুলোতে বড় স্কোর করতে পারব।’
বাংলাদেশের দেওয়া ২০৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। তাতে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে এখন পাকিস্তান। বাবর আজমের দলের নেট রানরেট-০.০২৪। নেট রানরেটের চিন্তা মাথায় রেখেই দ্রুত গতিতে ব্যাটিং করেছেন বলে জানিয়েছেন ফখর। যেখানে ১৭.৫ ওভারে শফিক-ফখরের উদ্বোধনী জুটি ১০০ পেরিয়ে যায়।
এরপর আরও বেশি আক্রমণাত্মক হয়েছেন ফখর। পাকিস্তানের বাঁহাতি ওপেনার বলেন, ‘সুযোগ পাওয়ার পর আজ (গতকাল) আমার কঠোর পরিশ্রম কাজে দিয়েছে। আব্দুল্লাহকে বলেছিলাম যে প্রথম কয়েক ওভার আমি দেখব। বিশাল ছক্কা যে মারতে পারি, তা আমি জানি। আমার কাজ আমার সঙ্গীর জন্য অনেক সহজ হয়ে গেছে। দলের রান ১০০ হওয়ার পর নেট রানরেটের চিন্তা আমাদের মাথায় এল। এ কারণে লক্ষ্য ছিল ৩০ ওভারের মধ্যে খেলা শেষ করা।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১০ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১১ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১২ ঘণ্টা আগে