
বাংলাদেশ ম্যাচ দিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচে চোট পেয়ে আবার চার ম্যাচের জন্য ছিটকে যান কিউইদের একাদশ থেকে। অবশেষে আজ বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরেছেন উইলিয়ামসন।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুতে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লেগ স্পিনার উসামা মীর বাদ পড়েছেন। তাঁর পরিবর্তে একাদশে এসেছেন হাসান আলি। হাসানের সঙ্গে পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ।
অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ম্যাট হেনরি। হেনরির পরিবর্তে এসেছেন লেগ স্পিনার ইশ সোধি। এরপর উইল ইয়ং, জেমস নিশাম—এই দুই কিউই ক্রিকেটারের বদলে এসেছেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যান। সোধির পাশাপাশি স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
পাকিস্তানের একাদশ
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, হারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

বাংলাদেশ ম্যাচ দিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচে চোট পেয়ে আবার চার ম্যাচের জন্য ছিটকে যান কিউইদের একাদশ থেকে। অবশেষে আজ বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরেছেন উইলিয়ামসন।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুতে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লেগ স্পিনার উসামা মীর বাদ পড়েছেন। তাঁর পরিবর্তে একাদশে এসেছেন হাসান আলি। হাসানের সঙ্গে পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ।
অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ম্যাট হেনরি। হেনরির পরিবর্তে এসেছেন লেগ স্পিনার ইশ সোধি। এরপর উইল ইয়ং, জেমস নিশাম—এই দুই কিউই ক্রিকেটারের বদলে এসেছেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যান। সোধির পাশাপাশি স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
পাকিস্তানের একাদশ
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, হারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৫ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৪ ঘণ্টা আগে