
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে একাই লড়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতির একার লড়াইয়ের ম্যাচটিতে ভারত জেতে ৪৪ রানে। একই মাঠে আজ সিরিজে ফেরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত দুই দলই তাদের একাদশে আজ একটি করে পরিবর্তন এনেছে। স্বর্ণা আকতারের জায়গায় এসেছেন অলরাউন্ডার রিতু মনি। জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের সহ অধিনায়ক বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। জ্যোতি, সোবহানার পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। বোলিং আক্রমণে সুলতানা খাতুনের সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।
ভারতীয় দলে ইয়াসতিকা ভাটিয়ার জায়গায় একাদশে এসেছেন দয়ালান হেমলতা। সফরকারীদের সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই পেসার রয়েছেন।
বাংলাদেশের একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা
ভারতের একাদশ
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে একাই লড়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতির একার লড়াইয়ের ম্যাচটিতে ভারত জেতে ৪৪ রানে। একই মাঠে আজ সিরিজে ফেরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত দুই দলই তাদের একাদশে আজ একটি করে পরিবর্তন এনেছে। স্বর্ণা আকতারের জায়গায় এসেছেন অলরাউন্ডার রিতু মনি। জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের সহ অধিনায়ক বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। জ্যোতি, সোবহানার পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। বোলিং আক্রমণে সুলতানা খাতুনের সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।
ভারতীয় দলে ইয়াসতিকা ভাটিয়ার জায়গায় একাদশে এসেছেন দয়ালান হেমলতা। সফরকারীদের সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই পেসার রয়েছেন।
বাংলাদেশের একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা
ভারতের একাদশ
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১৪ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৪২ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে