
প্রথা ভাঙতে চায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ এখন পর্যন্ত ৬ দল পেলেও স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য কারও হয়নি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্যেই বিশ্বকাপে খেলতে নামবে ক্যারিবিয়ানরা।
চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে তিনবার সংক্ষিপ্ত সংস্করণের মুকুটও পরবে ওয়েস্ট ইন্ডিজরা। বর্তমানে ২টি শিরোপা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তারা। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সেই লক্ষ্যই থাকবে ক্যারিবিয়ানদের, এমনটিই জানিয়েছেন কার্টলি অ্যামব্রোস।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং ছিলেন অ্যামব্রোস। সেই বিশ্বকাপের জয়ী কোচ ও সাবেক ক্যারিবিয়ান পেসার বলেছেন, ‘এটা সহজ নয়, তবে দুটি বিশ্বকাপ জিতেছে—এমন দুটি দলের মধ্যে আমরা একটি। এবার সংখ্যাটা তিন করার চেষ্টা থাকবে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো দলই নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। এসব কিছুই ছেলেদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রাণিত করবে।’
রেকর্ড গড়ার হাতছানিই শুধু ওয়েস্ট ইন্ডিজকে অনুপ্রেরণা দেবে না, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ তিন বিশ্বকাপের বাজে পারফরম্যান্সও তাদের তাতিয়ে দেবে। সবশেষ দুই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও গত বছর তো ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে সুযোগই পায়নি মোট ৪টি বিশ্বকাপজয়ীরা।
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবারের দলটি দুর্দান্ত হয়েছে বলে জানিয়েছেন অ্যামব্রোস। ম্যাচ জিততে শুধু দলের চাই ধারাবাহিকতা। তিনি বলেছেন, ‘এবারের দলটি দুর্দান্ত হয়েছে। একবার ছেলেরা ধারাবাহিক এবং স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমি বিশ্বাস করি আমরা শিরোপা জিততে পারব।’
অ্যামব্রোসের মতো আত্মবিশ্বাসী কিছু না বললেও এবারের বিশ্বকাপে চমক দেখানোর কথা জানিয়েছেন কোচ ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেছেন, ‘গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যা করেছি, যে খেলোয়াড়দের পেয়েছি, তা আমাদের এই মুহূর্তটা দিয়েছে। তবে এবার আমি মনে করি, বিশ্বকে চমক দেখাতে পারব।’

প্রথা ভাঙতে চায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ এখন পর্যন্ত ৬ দল পেলেও স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য কারও হয়নি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্যেই বিশ্বকাপে খেলতে নামবে ক্যারিবিয়ানরা।
চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে তিনবার সংক্ষিপ্ত সংস্করণের মুকুটও পরবে ওয়েস্ট ইন্ডিজরা। বর্তমানে ২টি শিরোপা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তারা। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সেই লক্ষ্যই থাকবে ক্যারিবিয়ানদের, এমনটিই জানিয়েছেন কার্টলি অ্যামব্রোস।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং ছিলেন অ্যামব্রোস। সেই বিশ্বকাপের জয়ী কোচ ও সাবেক ক্যারিবিয়ান পেসার বলেছেন, ‘এটা সহজ নয়, তবে দুটি বিশ্বকাপ জিতেছে—এমন দুটি দলের মধ্যে আমরা একটি। এবার সংখ্যাটা তিন করার চেষ্টা থাকবে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো দলই নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। এসব কিছুই ছেলেদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রাণিত করবে।’
রেকর্ড গড়ার হাতছানিই শুধু ওয়েস্ট ইন্ডিজকে অনুপ্রেরণা দেবে না, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ তিন বিশ্বকাপের বাজে পারফরম্যান্সও তাদের তাতিয়ে দেবে। সবশেষ দুই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও গত বছর তো ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে সুযোগই পায়নি মোট ৪টি বিশ্বকাপজয়ীরা।
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবারের দলটি দুর্দান্ত হয়েছে বলে জানিয়েছেন অ্যামব্রোস। ম্যাচ জিততে শুধু দলের চাই ধারাবাহিকতা। তিনি বলেছেন, ‘এবারের দলটি দুর্দান্ত হয়েছে। একবার ছেলেরা ধারাবাহিক এবং স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমি বিশ্বাস করি আমরা শিরোপা জিততে পারব।’
অ্যামব্রোসের মতো আত্মবিশ্বাসী কিছু না বললেও এবারের বিশ্বকাপে চমক দেখানোর কথা জানিয়েছেন কোচ ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেছেন, ‘গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যা করেছি, যে খেলোয়াড়দের পেয়েছি, তা আমাদের এই মুহূর্তটা দিয়েছে। তবে এবার আমি মনে করি, বিশ্বকে চমক দেখাতে পারব।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে