নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে আজ ঘোষণা হয়েছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছয় ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালা, কলকাতা আর পুনেতে দুটি করে বাংলাদেশের ৯ ম্যাচের ছয়টি হবে। বিশ্বকাপে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সূচি প্রকাশের পর আইসিসিকে তামিম বলেছেন, ‘আমাদের যে দলটা বিশ্বকাপে খেলবে, সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’
ভারতে খেলতে পারা সব সময় আনন্দের জানিয়ে তামিম আরও বলেছেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। সমর্থকদের উপচে পড়া সমর্থন, দারুণ সব স্টেডিয়াম ও ক্রিকেট নিয়ে সমর্থকদের জানাশোনা, অন্যরকম এক অভিজ্ঞতাই হবে। পৃথিবীর যে প্রান্তেই আমরা খেলি না কেন, সব সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পাই।’
দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচ জেতা খুব একটা সহজ হবে বলে মনে করেন না তামিম। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের কাঠামোই এমন যে এখানে নির্ভার থাকার সুযোগ নেই। সব দলই এখানে কঠিন। কোনো ম্যাচই সহজ হবে না। এটাই (বিশ্বকাপ) চূড়ান্ত মঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কারণ, সাদা বলে এর চেয়ে চ্যালেঞ্জের কিছু নেই, যেখানে ধারাবাহিকভাবে আপনার টেম্পারামেন্ট ও ম্যাচের কোন সময়ে কীভাবে উতরে যেতে হবে সেটার সর্বোচ্চ পরীক্ষা নেয়।’
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর ভারত পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর কোয়ালিফায়ার ১ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে

অবশেষে আজ ঘোষণা হয়েছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছয় ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালা, কলকাতা আর পুনেতে দুটি করে বাংলাদেশের ৯ ম্যাচের ছয়টি হবে। বিশ্বকাপে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সূচি প্রকাশের পর আইসিসিকে তামিম বলেছেন, ‘আমাদের যে দলটা বিশ্বকাপে খেলবে, সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’
ভারতে খেলতে পারা সব সময় আনন্দের জানিয়ে তামিম আরও বলেছেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। সমর্থকদের উপচে পড়া সমর্থন, দারুণ সব স্টেডিয়াম ও ক্রিকেট নিয়ে সমর্থকদের জানাশোনা, অন্যরকম এক অভিজ্ঞতাই হবে। পৃথিবীর যে প্রান্তেই আমরা খেলি না কেন, সব সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পাই।’
দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচ জেতা খুব একটা সহজ হবে বলে মনে করেন না তামিম। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের কাঠামোই এমন যে এখানে নির্ভার থাকার সুযোগ নেই। সব দলই এখানে কঠিন। কোনো ম্যাচই সহজ হবে না। এটাই (বিশ্বকাপ) চূড়ান্ত মঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কারণ, সাদা বলে এর চেয়ে চ্যালেঞ্জের কিছু নেই, যেখানে ধারাবাহিকভাবে আপনার টেম্পারামেন্ট ও ম্যাচের কোন সময়ে কীভাবে উতরে যেতে হবে সেটার সর্বোচ্চ পরীক্ষা নেয়।’
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর ভারত পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর কোয়ালিফায়ার ১ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে