ক্রীড়া ডেস্ক

গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার রোগটা বহু পুরোনো। ২০২৪ সালে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হারার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিচ্ছেন ব্যাটারদের।
৩৩৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৩ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। এমন পরিস্থিতিতে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ৩৬ ও ৪৩ রানের দুটি জুটি হলেও সেটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশ থেমে যায় ১৩২ রানে। এই দলটি প্রথম ইনিংসে দ্বিগুণেরও বেশি রান করেছিল ঠিকই। তবে সেখানেও দেখা গেছে থিতু হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার মতো ঘটনা। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। দুই ইনিংসেই খারাপ হয়েছে। সব মিলিয়ে আমাদের ভালো করতে হবে।’
তাসকিন আহমেদ তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তাতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫২ রানে। এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের একটা পর্যায়ে স্কোর হয়েছিল ৭ উইকেটে ২৬১ রান। এমন পরিস্থিতিতে অষ্টম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন কিমার রোচ ও জাস্টিন গ্রিভস। যা উইন্ডিজকে ৪৫০ রান করতে অনেক অবদান রেখেছে। মিরাজ বলেন, ‘আমার মতে বোলিংটা ভালো করেছি আমরা। তাসকিন ৬ উইকেট পেয়েছে। তবে তাদের দারুণ একটা জুটি হয়েছে। সেই ১৪০ রানের জুটিটাই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট।’
বাংলাদেশের ওপেনারদের দ্রুত ড্রেসিংরুমে যাওয়ার ঘটনা ঘটেছে এবারও। মাহমুদুল হাসান জয় (১১) ও জাকির হাসান (১৫) ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে আউট হওয়ার পর সেখান থেকে শিক্ষা নেননি কেউই। যেখানে জাকির দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। মুমিনুল হক প্রথম ইনিংসে ফিফটি করলেও দ্বিতীয় ইনিংসে (১১) বিদায় নিয়েছেন দ্রুত।
মিরাজ অ্যান্টিগা টেস্টে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন (৪৬ বলে ৪৫ রান)। থিতু হয়ে আউট হয়েছেন লিটনও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘পরের ম্যাচের আগে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। উন্নতি করতে হবে আমাদের। নিজেদের মধ্যে আমরা কথাবার্তা বলব। ভালো পেসার আছে। বোলিং ভালো করেছে। এই কন্ডিশনে আমাদের অনেক ভালো স্পিনারও রয়েছে।’
জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই ফাইনালে ওঠার সুযোগ নেই।

গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার রোগটা বহু পুরোনো। ২০২৪ সালে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হারার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিচ্ছেন ব্যাটারদের।
৩৩৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৩ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। এমন পরিস্থিতিতে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ৩৬ ও ৪৩ রানের দুটি জুটি হলেও সেটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশ থেমে যায় ১৩২ রানে। এই দলটি প্রথম ইনিংসে দ্বিগুণেরও বেশি রান করেছিল ঠিকই। তবে সেখানেও দেখা গেছে থিতু হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার মতো ঘটনা। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। দুই ইনিংসেই খারাপ হয়েছে। সব মিলিয়ে আমাদের ভালো করতে হবে।’
তাসকিন আহমেদ তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তাতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫২ রানে। এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের একটা পর্যায়ে স্কোর হয়েছিল ৭ উইকেটে ২৬১ রান। এমন পরিস্থিতিতে অষ্টম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন কিমার রোচ ও জাস্টিন গ্রিভস। যা উইন্ডিজকে ৪৫০ রান করতে অনেক অবদান রেখেছে। মিরাজ বলেন, ‘আমার মতে বোলিংটা ভালো করেছি আমরা। তাসকিন ৬ উইকেট পেয়েছে। তবে তাদের দারুণ একটা জুটি হয়েছে। সেই ১৪০ রানের জুটিটাই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট।’
বাংলাদেশের ওপেনারদের দ্রুত ড্রেসিংরুমে যাওয়ার ঘটনা ঘটেছে এবারও। মাহমুদুল হাসান জয় (১১) ও জাকির হাসান (১৫) ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে আউট হওয়ার পর সেখান থেকে শিক্ষা নেননি কেউই। যেখানে জাকির দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। মুমিনুল হক প্রথম ইনিংসে ফিফটি করলেও দ্বিতীয় ইনিংসে (১১) বিদায় নিয়েছেন দ্রুত।
মিরাজ অ্যান্টিগা টেস্টে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন (৪৬ বলে ৪৫ রান)। থিতু হয়ে আউট হয়েছেন লিটনও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘পরের ম্যাচের আগে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। উন্নতি করতে হবে আমাদের। নিজেদের মধ্যে আমরা কথাবার্তা বলব। ভালো পেসার আছে। বোলিং ভালো করেছে। এই কন্ডিশনে আমাদের অনেক ভালো স্পিনারও রয়েছে।’
জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই ফাইনালে ওঠার সুযোগ নেই।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে