
গত জানুয়ারিতে পাকিস্তানের ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছিল শান মাসুদকে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এবং এশিয়া কাপের পাকিস্তান দলে জায়গাই হলো না টপ অর্ডার এই ব্যাটারের। তাঁকে ছাড়াই এই দুটি প্রতিযোগিতার জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তার আগে শ্রীলঙ্কার মাটিতে ২২,২৪ ও ২৬ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে আফগানিস্তান।
প্রধান নির্বাচকের পদে প্রত্যাবর্তনের পর আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দল ঘোষণাই ছিল ইনজামাম-উল-হকের প্রথম অ্যাসাইনমেন্ট। যে ঘোষণায় চমক দেখিয়েছেন ইনজি। শান মাসুদ ছাড়াও বাদ দিয়েছেন হারিস সোহেল ও ইহসানুল্লাহকে। দলে ফিরিয়ে আনা হয়েছে ফাহিম আশরাফকে। প্রায় দুই বছর ওয়ানডে দলের বাইরে ছিলেন ২৯ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার।
গতকাল দল ঘোষণাকালে ফাহিমকে ফিরিয়ে আনা নিয়ে ইনজি বলেন, ‘আমরাদের দলে কোনো অলরাউন্ডার না থাকায় দলভুক্তিতে ফাহিম আশরাফ অগ্রাধিকার পেয়েছে। যদি পিএসএল কিংবা অন্যান্য টুর্নামেন্ট দেখে থাকেন তাহলে অনুভব করবেন, দলে একজন অলরাউন্ডার দরকার। ফাহিমের মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার বিশ্বকাপে দরকার ছিল আমাদের।’
শান মাসুদের বাদ পড়া নিয়েও কথা বললেন পাকিস্তানের প্রধান নির্বাচক, ‘শান ভালো খেলছিল। দুর্ভাগ্যজনকভাবে তার পারফরম্যান্স নিম্নমুখী। ২০-২১ জনের একটা তালিকা আমাদের আছে, সেই তালিকায় আছে শান। কিন্তু সউদ শাকিল ছাড়াও আরও দুজন খেলোয়াড় সম্প্রতি ভালো পারফর্ম করছে। তাই শানকে বাদ দিতে হয়েছে আমাদের।’
পাকিস্তানের ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, সউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, হারিস রাউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, তৈয়ব তাহির, মোহাম্ম হারিস, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম।

গত জানুয়ারিতে পাকিস্তানের ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছিল শান মাসুদকে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এবং এশিয়া কাপের পাকিস্তান দলে জায়গাই হলো না টপ অর্ডার এই ব্যাটারের। তাঁকে ছাড়াই এই দুটি প্রতিযোগিতার জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তার আগে শ্রীলঙ্কার মাটিতে ২২,২৪ ও ২৬ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে আফগানিস্তান।
প্রধান নির্বাচকের পদে প্রত্যাবর্তনের পর আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দল ঘোষণাই ছিল ইনজামাম-উল-হকের প্রথম অ্যাসাইনমেন্ট। যে ঘোষণায় চমক দেখিয়েছেন ইনজি। শান মাসুদ ছাড়াও বাদ দিয়েছেন হারিস সোহেল ও ইহসানুল্লাহকে। দলে ফিরিয়ে আনা হয়েছে ফাহিম আশরাফকে। প্রায় দুই বছর ওয়ানডে দলের বাইরে ছিলেন ২৯ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার।
গতকাল দল ঘোষণাকালে ফাহিমকে ফিরিয়ে আনা নিয়ে ইনজি বলেন, ‘আমরাদের দলে কোনো অলরাউন্ডার না থাকায় দলভুক্তিতে ফাহিম আশরাফ অগ্রাধিকার পেয়েছে। যদি পিএসএল কিংবা অন্যান্য টুর্নামেন্ট দেখে থাকেন তাহলে অনুভব করবেন, দলে একজন অলরাউন্ডার দরকার। ফাহিমের মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার বিশ্বকাপে দরকার ছিল আমাদের।’
শান মাসুদের বাদ পড়া নিয়েও কথা বললেন পাকিস্তানের প্রধান নির্বাচক, ‘শান ভালো খেলছিল। দুর্ভাগ্যজনকভাবে তার পারফরম্যান্স নিম্নমুখী। ২০-২১ জনের একটা তালিকা আমাদের আছে, সেই তালিকায় আছে শান। কিন্তু সউদ শাকিল ছাড়াও আরও দুজন খেলোয়াড় সম্প্রতি ভালো পারফর্ম করছে। তাই শানকে বাদ দিতে হয়েছে আমাদের।’
পাকিস্তানের ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, সউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, হারিস রাউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, তৈয়ব তাহির, মোহাম্ম হারিস, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১০ ঘণ্টা আগে