
এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেল ভারতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে অক্রিকেটীয় আচরণ, মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে আজ আইসিসি হারমানপ্রীত কৌরকে বড় শাস্তিই দিয়েছে। এখন সেপ্টেম্বরে এশিয়ান গেমসে দলের নিয়মিত অধিনায়ককে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলতে হবে ভারতকে।
আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজুয়ে এশিয়ান গেমস হবে। টুর্নামেন্ট চলবে ৮ অক্টোবর পর্যন্ত। নারীদের ক্রিকেট হবে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নেতৃত্বের দায়িত্বও পড়েছে হারমানপ্রীতের কাঁধে। আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। তার আগে হারমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে, সরাসরি হারমনপ্রীত ফাইনালে খেলতে পারবেন। আইসিসির শাস্তি পাওয়ায় দলকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া হবে না তাঁর। গুরুত্বপূর্ণ একটি ইভেন্টের আগে তাই ভারতীয় দল ভালোই বিপাকে পড়েছে।
এশিয়ান গেমসের আগের দুই আসরে ক্রিকেট থাকলেও নারী-পুরুষ কোনো দলই পাঠায়নি ভারত। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় এবার শক্তিশালী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার যখন দল পাঠানোর আগেই বড় ধাক্কা তাদের।
কৌরের শাস্তির ব্যাপারটি ছড়িয়ে পড়েছিল দুদিন আগেই। বেশ সময় নিয়ে আজ সন্ধ্যায় সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়োচিত আচরণে আইসিসির দুটি ভিন্ন আচরণবিধি ভেঙেছেন হারমানপ্রীত। এতে ম্যাচ ফির ৭৫ শতাংশ এবং মোট ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী,৪টি ডিমেরিট পয়েন্ট রূপান্তরিত হবে দুটি নিষেধাজ্ঞা পয়েন্টে। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, যে সংস্করণের ম্যাচ সামনে আসবে তাতেই এই শাস্তি কার্যকর হবে। ভারতীয় নারী দলের পরের সিরিজ-টুর্নামেন্ট যেহেতু এশিয়ান গেমস, ধরে নেওয়া যায় টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়াডের দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।

এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেল ভারতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে অক্রিকেটীয় আচরণ, মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে আজ আইসিসি হারমানপ্রীত কৌরকে বড় শাস্তিই দিয়েছে। এখন সেপ্টেম্বরে এশিয়ান গেমসে দলের নিয়মিত অধিনায়ককে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলতে হবে ভারতকে।
আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজুয়ে এশিয়ান গেমস হবে। টুর্নামেন্ট চলবে ৮ অক্টোবর পর্যন্ত। নারীদের ক্রিকেট হবে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নেতৃত্বের দায়িত্বও পড়েছে হারমানপ্রীতের কাঁধে। আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। তার আগে হারমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে, সরাসরি হারমনপ্রীত ফাইনালে খেলতে পারবেন। আইসিসির শাস্তি পাওয়ায় দলকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া হবে না তাঁর। গুরুত্বপূর্ণ একটি ইভেন্টের আগে তাই ভারতীয় দল ভালোই বিপাকে পড়েছে।
এশিয়ান গেমসের আগের দুই আসরে ক্রিকেট থাকলেও নারী-পুরুষ কোনো দলই পাঠায়নি ভারত। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় এবার শক্তিশালী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার যখন দল পাঠানোর আগেই বড় ধাক্কা তাদের।
কৌরের শাস্তির ব্যাপারটি ছড়িয়ে পড়েছিল দুদিন আগেই। বেশ সময় নিয়ে আজ সন্ধ্যায় সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়োচিত আচরণে আইসিসির দুটি ভিন্ন আচরণবিধি ভেঙেছেন হারমানপ্রীত। এতে ম্যাচ ফির ৭৫ শতাংশ এবং মোট ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী,৪টি ডিমেরিট পয়েন্ট রূপান্তরিত হবে দুটি নিষেধাজ্ঞা পয়েন্টে। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, যে সংস্করণের ম্যাচ সামনে আসবে তাতেই এই শাস্তি কার্যকর হবে। ভারতীয় নারী দলের পরের সিরিজ-টুর্নামেন্ট যেহেতু এশিয়ান গেমস, ধরে নেওয়া যায় টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়াডের দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৩ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে