ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল সকালে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে জায়গা পেয়েছেন সাহেবজাদা ফারহান। রাতে পাকিস্তানি এই ক্রিকেটার গড়লেন অসাধারণ এক রেকর্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইসলামাবাদের হয়ে ফারহান ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। তাতে এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন ফারহান। এ বছর টি-টোয়েন্টিতে ১০০০ রান করতে ফারহানের লেগেছে ১৮ ইনিংস। কোহলিরও এক বছরে টি-টোয়েন্টিতে হাজার রান করতে লেগেছিল ১৮ ইনিংস। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড করেছিলেন কোহলি।
রেকর্ড গড়ার রাতটা পুরোপুরি নিজের করে নিতে পারেননি ফারহান। তাঁর দল ইসলামাবাদ ইউনাইটেড ৩০ রানে হেরে গেছে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ৬ উইকেটে করেছে ২০৯ রান। জয়ের লক্ষ্যে নামা ইসলামাবাদ ১০ ওভারে ২ উইকেটে করেছে ৯৪ রান। তবে দারুণ এই শুরু দলটি ধরে রাখতে পারেনি। ১৯.৪ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় দলটি। ৩০ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইসলামাবাদের ফাইনাল খেলার সম্ভাবনা এখনো শেষ হয়নি। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে দলটি। সেই ম্যাচে ইসলামাবাদের প্রতিপক্ষ কে হবে, সেটা জানা যাবে আজ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস এলিমিনেটরের ম্যাচ। এলিমিনেটর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ইসলামাবাদের বিপক্ষে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম হাজার রানের রেকর্ডে কোহলি-ফারহানের পর আছেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১০০০ রান করতে রিজওয়ানের লেগেছিল ২০ ইনিংস। আর এ বছর ফারহান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ ইনিংসে ৬৫.৬৮ গড় ও ১৭২.৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০৫১ রান। ফর্মে থাকা এই ক্রিকেটার এখন বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তাই বটে।
টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম এক হাজার রানের রেকর্ড
ইনিংস সাল
বিরাট কোহলি ১৮ ২০১৬
সাহিবজাদা ফারহান ১৮ ২০২৫
মোহাম্মদ রিজওয়ান ২০ ২০২১

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল সকালে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে জায়গা পেয়েছেন সাহেবজাদা ফারহান। রাতে পাকিস্তানি এই ক্রিকেটার গড়লেন অসাধারণ এক রেকর্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইসলামাবাদের হয়ে ফারহান ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। তাতে এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন ফারহান। এ বছর টি-টোয়েন্টিতে ১০০০ রান করতে ফারহানের লেগেছে ১৮ ইনিংস। কোহলিরও এক বছরে টি-টোয়েন্টিতে হাজার রান করতে লেগেছিল ১৮ ইনিংস। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড করেছিলেন কোহলি।
রেকর্ড গড়ার রাতটা পুরোপুরি নিজের করে নিতে পারেননি ফারহান। তাঁর দল ইসলামাবাদ ইউনাইটেড ৩০ রানে হেরে গেছে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ৬ উইকেটে করেছে ২০৯ রান। জয়ের লক্ষ্যে নামা ইসলামাবাদ ১০ ওভারে ২ উইকেটে করেছে ৯৪ রান। তবে দারুণ এই শুরু দলটি ধরে রাখতে পারেনি। ১৯.৪ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় দলটি। ৩০ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইসলামাবাদের ফাইনাল খেলার সম্ভাবনা এখনো শেষ হয়নি। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে দলটি। সেই ম্যাচে ইসলামাবাদের প্রতিপক্ষ কে হবে, সেটা জানা যাবে আজ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস এলিমিনেটরের ম্যাচ। এলিমিনেটর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ইসলামাবাদের বিপক্ষে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম হাজার রানের রেকর্ডে কোহলি-ফারহানের পর আছেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১০০০ রান করতে রিজওয়ানের লেগেছিল ২০ ইনিংস। আর এ বছর ফারহান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ ইনিংসে ৬৫.৬৮ গড় ও ১৭২.৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০৫১ রান। ফর্মে থাকা এই ক্রিকেটার এখন বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তাই বটে।
টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম এক হাজার রানের রেকর্ড
ইনিংস সাল
বিরাট কোহলি ১৮ ২০১৬
সাহিবজাদা ফারহান ১৮ ২০২৫
মোহাম্মদ রিজওয়ান ২০ ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১০ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে