
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জেতে তামিম ইকবালরা।
সেই সুখস্মৃতির রেশ কাটার আগে চমকজাগানিয়া খবর দেন বাংলাদেশ অধিনায়ক। ছয় মাসের স্বেচ্ছাবিরতিতে থাকা অবস্থাতেই স্থায়ী বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, তামিমের অবসর, আগামী তিন বছরের বিপিএল সূচি, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রসঙ্গে আজ রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যেখানে তিনি জানান, উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তামিমের আউটের পর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপন বলেন, ‘তামিম আউট হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। আমি জানালাম, অসুবিধা নেই। আমরাই জিতব। ইনশা আল্লাহ, আপনি চিন্তা করবেন না। তারপর শেষ স্ট্রোকটা যখন খেলল, রাত পৌনে তিনটা বোধ হয়, তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমোতে পারছিলাম না।’
প্রধানমন্ত্রী যে ক্রিকেটপাগল তা কারও অজানা নয়। রাত জেগে হলেও তিনি বাংলাদেশের খেলা দেখেন। এত ব্যস্ততার মাঝেও যে প্রধানমন্ত্রী খেলা দেখেন তা অবিশ্বাস্য ঠেকে পাপনের কাছে, ‘এটাই আমি আমাদের বোর্ড মেম্বারদের বলছিলাম, তিনি এত ব্যস্ত থাকেন, তারপরও রাত জেগে খেলাধুলা দেখছেন, অবিশ্বাস্য।’
দলীয় ৭০ রানে গুড়াকেশ মোতির বলে সাজঘরে ফেরেন তামিম। ৫২ বলে ৪ চারে ৩৪ রান করেন এই ড্যাশিং ওপেনার। ১৭৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জেতে তামিম ইকবালরা।
সেই সুখস্মৃতির রেশ কাটার আগে চমকজাগানিয়া খবর দেন বাংলাদেশ অধিনায়ক। ছয় মাসের স্বেচ্ছাবিরতিতে থাকা অবস্থাতেই স্থায়ী বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, তামিমের অবসর, আগামী তিন বছরের বিপিএল সূচি, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রসঙ্গে আজ রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যেখানে তিনি জানান, উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তামিমের আউটের পর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপন বলেন, ‘তামিম আউট হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। আমি জানালাম, অসুবিধা নেই। আমরাই জিতব। ইনশা আল্লাহ, আপনি চিন্তা করবেন না। তারপর শেষ স্ট্রোকটা যখন খেলল, রাত পৌনে তিনটা বোধ হয়, তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমোতে পারছিলাম না।’
প্রধানমন্ত্রী যে ক্রিকেটপাগল তা কারও অজানা নয়। রাত জেগে হলেও তিনি বাংলাদেশের খেলা দেখেন। এত ব্যস্ততার মাঝেও যে প্রধানমন্ত্রী খেলা দেখেন তা অবিশ্বাস্য ঠেকে পাপনের কাছে, ‘এটাই আমি আমাদের বোর্ড মেম্বারদের বলছিলাম, তিনি এত ব্যস্ত থাকেন, তারপরও রাত জেগে খেলাধুলা দেখছেন, অবিশ্বাস্য।’
দলীয় ৭০ রানে গুড়াকেশ মোতির বলে সাজঘরে ফেরেন তামিম। ৫২ বলে ৪ চারে ৩৪ রান করেন এই ড্যাশিং ওপেনার। ১৭৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
২০ মিনিট আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৩ ঘণ্টা আগে