
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জেতে তামিম ইকবালরা।
সেই সুখস্মৃতির রেশ কাটার আগে চমকজাগানিয়া খবর দেন বাংলাদেশ অধিনায়ক। ছয় মাসের স্বেচ্ছাবিরতিতে থাকা অবস্থাতেই স্থায়ী বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, তামিমের অবসর, আগামী তিন বছরের বিপিএল সূচি, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রসঙ্গে আজ রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যেখানে তিনি জানান, উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তামিমের আউটের পর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপন বলেন, ‘তামিম আউট হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। আমি জানালাম, অসুবিধা নেই। আমরাই জিতব। ইনশা আল্লাহ, আপনি চিন্তা করবেন না। তারপর শেষ স্ট্রোকটা যখন খেলল, রাত পৌনে তিনটা বোধ হয়, তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমোতে পারছিলাম না।’
প্রধানমন্ত্রী যে ক্রিকেটপাগল তা কারও অজানা নয়। রাত জেগে হলেও তিনি বাংলাদেশের খেলা দেখেন। এত ব্যস্ততার মাঝেও যে প্রধানমন্ত্রী খেলা দেখেন তা অবিশ্বাস্য ঠেকে পাপনের কাছে, ‘এটাই আমি আমাদের বোর্ড মেম্বারদের বলছিলাম, তিনি এত ব্যস্ত থাকেন, তারপরও রাত জেগে খেলাধুলা দেখছেন, অবিশ্বাস্য।’
দলীয় ৭০ রানে গুড়াকেশ মোতির বলে সাজঘরে ফেরেন তামিম। ৫২ বলে ৪ চারে ৩৪ রান করেন এই ড্যাশিং ওপেনার। ১৭৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জেতে তামিম ইকবালরা।
সেই সুখস্মৃতির রেশ কাটার আগে চমকজাগানিয়া খবর দেন বাংলাদেশ অধিনায়ক। ছয় মাসের স্বেচ্ছাবিরতিতে থাকা অবস্থাতেই স্থায়ী বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, তামিমের অবসর, আগামী তিন বছরের বিপিএল সূচি, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রসঙ্গে আজ রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যেখানে তিনি জানান, উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তামিমের আউটের পর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপন বলেন, ‘তামিম আউট হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। আমি জানালাম, অসুবিধা নেই। আমরাই জিতব। ইনশা আল্লাহ, আপনি চিন্তা করবেন না। তারপর শেষ স্ট্রোকটা যখন খেলল, রাত পৌনে তিনটা বোধ হয়, তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমোতে পারছিলাম না।’
প্রধানমন্ত্রী যে ক্রিকেটপাগল তা কারও অজানা নয়। রাত জেগে হলেও তিনি বাংলাদেশের খেলা দেখেন। এত ব্যস্ততার মাঝেও যে প্রধানমন্ত্রী খেলা দেখেন তা অবিশ্বাস্য ঠেকে পাপনের কাছে, ‘এটাই আমি আমাদের বোর্ড মেম্বারদের বলছিলাম, তিনি এত ব্যস্ত থাকেন, তারপরও রাত জেগে খেলাধুলা দেখছেন, অবিশ্বাস্য।’
দলীয় ৭০ রানে গুড়াকেশ মোতির বলে সাজঘরে ফেরেন তামিম। ৫২ বলে ৪ চারে ৩৪ রান করেন এই ড্যাশিং ওপেনার। ১৭৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে