
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জেতে তামিম ইকবালরা।
সেই সুখস্মৃতির রেশ কাটার আগে চমকজাগানিয়া খবর দেন বাংলাদেশ অধিনায়ক। ছয় মাসের স্বেচ্ছাবিরতিতে থাকা অবস্থাতেই স্থায়ী বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, তামিমের অবসর, আগামী তিন বছরের বিপিএল সূচি, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রসঙ্গে আজ রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যেখানে তিনি জানান, উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তামিমের আউটের পর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপন বলেন, ‘তামিম আউট হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। আমি জানালাম, অসুবিধা নেই। আমরাই জিতব। ইনশা আল্লাহ, আপনি চিন্তা করবেন না। তারপর শেষ স্ট্রোকটা যখন খেলল, রাত পৌনে তিনটা বোধ হয়, তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমোতে পারছিলাম না।’
প্রধানমন্ত্রী যে ক্রিকেটপাগল তা কারও অজানা নয়। রাত জেগে হলেও তিনি বাংলাদেশের খেলা দেখেন। এত ব্যস্ততার মাঝেও যে প্রধানমন্ত্রী খেলা দেখেন তা অবিশ্বাস্য ঠেকে পাপনের কাছে, ‘এটাই আমি আমাদের বোর্ড মেম্বারদের বলছিলাম, তিনি এত ব্যস্ত থাকেন, তারপরও রাত জেগে খেলাধুলা দেখছেন, অবিশ্বাস্য।’
দলীয় ৭০ রানে গুড়াকেশ মোতির বলে সাজঘরে ফেরেন তামিম। ৫২ বলে ৪ চারে ৩৪ রান করেন এই ড্যাশিং ওপেনার। ১৭৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জেতে তামিম ইকবালরা।
সেই সুখস্মৃতির রেশ কাটার আগে চমকজাগানিয়া খবর দেন বাংলাদেশ অধিনায়ক। ছয় মাসের স্বেচ্ছাবিরতিতে থাকা অবস্থাতেই স্থায়ী বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, তামিমের অবসর, আগামী তিন বছরের বিপিএল সূচি, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রসঙ্গে আজ রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যেখানে তিনি জানান, উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তামিমের আউটের পর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপন বলেন, ‘তামিম আউট হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। আমি জানালাম, অসুবিধা নেই। আমরাই জিতব। ইনশা আল্লাহ, আপনি চিন্তা করবেন না। তারপর শেষ স্ট্রোকটা যখন খেলল, রাত পৌনে তিনটা বোধ হয়, তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমোতে পারছিলাম না।’
প্রধানমন্ত্রী যে ক্রিকেটপাগল তা কারও অজানা নয়। রাত জেগে হলেও তিনি বাংলাদেশের খেলা দেখেন। এত ব্যস্ততার মাঝেও যে প্রধানমন্ত্রী খেলা দেখেন তা অবিশ্বাস্য ঠেকে পাপনের কাছে, ‘এটাই আমি আমাদের বোর্ড মেম্বারদের বলছিলাম, তিনি এত ব্যস্ত থাকেন, তারপরও রাত জেগে খেলাধুলা দেখছেন, অবিশ্বাস্য।’
দলীয় ৭০ রানে গুড়াকেশ মোতির বলে সাজঘরে ফেরেন তামিম। ৫২ বলে ৪ চারে ৩৪ রান করেন এই ড্যাশিং ওপেনার। ১৭৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে