Ajker Patrika

তামিম-মুশফিকের ব্যাটে জয়ের আরও কাছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২: ৩৩
তামিম-মুশফিকের ব্যাটে জয়ের আরও কাছে বাংলাদেশ

একটু অবাক করে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে লিটন দাস। আয়ারল্যান্ডের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুটাও লিটন করলেন আক্রমণাত্মক। তবে ইনিংসটা বড় করতে পারলেন না। 

লিটনের ইনিংস থেমেছে ২৩ রানে। ১৯ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা। আউটের জন্য ভাগ্যকে একটু দুষতেই পারেন লিটন। মার্ক  অ্যাডায়ারের আপাতত নিরীহ বলটা লিটনের ব্যাট, হেলমেট, হাতের কনুই ঘুরে স্টাম্পের লাল বাতি জ্বালিয়ে দেয়। বোলারও নিশ্চয়ই ভাগ্যকে এতটা পাশে পাওয়ার কথা কল্পনা করতে পারেননি। 

লিটনের পর দ্রুতই আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফ স্পিনার অ্যান্ড্রি ম্যাকব্রাইনের বলে স্লিপে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির হাতে ক্যাচ দিয়েছেন। তবে চাপ বেশি বাড়তে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ৪৩ রানে ২ উইকেট হারানোর পর দুজনের তৃতীয় উইকেট জুটি থেকে এসেছে ৪৩ রান। 

বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৮৯ রান। টেস্ট জিততে হলে বাংলাদেশের দরকার আরও ৪৯ রান। উইকেটে তামিম অপরাজিত আছেন ২৪ রানে। তাঁর ইনিংসে ২টি চারের মার। মুশফিক আবার ব্যাটিংয়ে নামবেন ২৯ রান নিয়ে। ২০ বলের আগ্রাসী ইনিংসে ৫টি চারের মার। মুশফিকের ইনিংসই মূলত বাংলাদেশের চাপটা আইরিশদের ওপর সরিয়ে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত