২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে পাকিস্তান। তার জন্য ক্ষতিপূরণ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৮.২ কোটি রুপি) পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আকাশ চোপড়ার বরাতে আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অনেক বৈঠক ও আলোচনার পরে গত বৃহস্পতিবার পিসিবি হাইব্রিড মডেলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকায় পিসিবিও শর্ত দেয় তারাও ভারতে আইসিসির কোনো টুর্নামেন্টে দল পাঠাবে না। সেটির মীমাংসা হয়েছে হাইব্রিড মডেলে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
তবে হাইব্রিড মডেলের জন্য কোনো প্রকার আর্থিক ক্ষতি পোহাতে হবে না পিসিবিকে। এমনটাই জানিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার চোপড়া। এমনকি ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করায় পাকিস্তান আইসিসি থেকে অতিরিক্ত অর্থ পাবে বলেও দাবি করেছেন তিনি। চোপড়া তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে এ নিয়ে বলেছেন, ‘না, পাকিস্তান অর্থ হারাচ্ছে না। তারা হাইব্রিড মডেলে রাজি হয়েছে। তবে তাদের খালি হাতে যেতে হবে না। বর্তমান দৃশ্যে ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচ হবে হাইব্রিড মডেলে। ভারত যদি পাকিস্তানে না যায় তবে পাকিস্তানও আসবে না ভারতে। পাকিস্তানও তাদের ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে।’
চোপড়া জানান, ভারত যদি পাকিস্তান সফরে রাজি হতো, তবে সেটি পরবর্তী অর্থনীতিতে বিশাল এক উদ্দীপনা জাগাত। এ নিয়ে তিনি আরও বলেন, ‘কোনো অর্থনৈতিক ক্ষতি নেই (পাকিস্তানের জন্য)। তারা অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার পাবে বাইরে ম্যাচ আয়োজনের জন্য। নিঃসন্দেহে অতিরিক্ত ব্যয়ও হবে। তাই আইসিসি পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজনের জন্য অতিরিক্ত আরও ০.৪৫ মিলিয়ন ডলার দেবে। তবে একমাত্র ক্ষতি টুরিজমের, যেটা তাদের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বললে, ভ্রমণের জন্য পাকিস্তান অনন্য। পাকিস্তানের লোকজন খুবই অতিথিপরায়ণ।’
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে পাকিস্তান। তার জন্য ক্ষতিপূরণ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৮.২ কোটি রুপি) পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আকাশ চোপড়ার বরাতে আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অনেক বৈঠক ও আলোচনার পরে গত বৃহস্পতিবার পিসিবি হাইব্রিড মডেলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকায় পিসিবিও শর্ত দেয় তারাও ভারতে আইসিসির কোনো টুর্নামেন্টে দল পাঠাবে না। সেটির মীমাংসা হয়েছে হাইব্রিড মডেলে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
তবে হাইব্রিড মডেলের জন্য কোনো প্রকার আর্থিক ক্ষতি পোহাতে হবে না পিসিবিকে। এমনটাই জানিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার চোপড়া। এমনকি ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করায় পাকিস্তান আইসিসি থেকে অতিরিক্ত অর্থ পাবে বলেও দাবি করেছেন তিনি। চোপড়া তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে এ নিয়ে বলেছেন, ‘না, পাকিস্তান অর্থ হারাচ্ছে না। তারা হাইব্রিড মডেলে রাজি হয়েছে। তবে তাদের খালি হাতে যেতে হবে না। বর্তমান দৃশ্যে ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচ হবে হাইব্রিড মডেলে। ভারত যদি পাকিস্তানে না যায় তবে পাকিস্তানও আসবে না ভারতে। পাকিস্তানও তাদের ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে।’
চোপড়া জানান, ভারত যদি পাকিস্তান সফরে রাজি হতো, তবে সেটি পরবর্তী অর্থনীতিতে বিশাল এক উদ্দীপনা জাগাত। এ নিয়ে তিনি আরও বলেন, ‘কোনো অর্থনৈতিক ক্ষতি নেই (পাকিস্তানের জন্য)। তারা অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার পাবে বাইরে ম্যাচ আয়োজনের জন্য। নিঃসন্দেহে অতিরিক্ত ব্যয়ও হবে। তাই আইসিসি পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজনের জন্য অতিরিক্ত আরও ০.৪৫ মিলিয়ন ডলার দেবে। তবে একমাত্র ক্ষতি টুরিজমের, যেটা তাদের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বললে, ভ্রমণের জন্য পাকিস্তান অনন্য। পাকিস্তানের লোকজন খুবই অতিথিপরায়ণ।’
একই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারে
১ ঘণ্টা আগেমোসাদ্দেক হোসেন সৈকতের বল সীমানার দড়ি স্পর্শ করার পরই শুরু হয়ে যায় আবাহনীর উদযাপন। ডাগআউট থেকে ক্রিকেটাররা উল্লাসে ফেটে পড়েন। আবাহনী কোচ হান্নান সরকারকে কাঁধে তুললেন তাঁর শিষ্যরা। ক্রিকেটারদের হাতে তখন উড়তে থাকে আবাহনীর আকাশী নীল-হলুদ পতাকা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে ২৪তম ডিপিএল শিরোপা ঘর
১ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
১ ঘণ্টা আগেহারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
৩ ঘণ্টা আগে