Ajker Patrika

হঠাৎ সৌম্যর কী হলো

আজকের পত্রিকা ডেস্ক­
মিরপুরে আজ অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন সৌম্য সরকার। ছবি: বিসিবি
মিরপুরে আজ অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন সৌম্য সরকার। ছবি: বিসিবি

মিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে শুরু থেকেই ছিলেন ব্যাটার সৌম্য সরকার। আজও শুরু থেকে ব্যাট করছিলেন। মাঝ উইকেটের পাশের উন্মুক্ত নেটে বোলিং করেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। মৃত্যুঞ্জয়ের বাউন্সার সামলাতে গিয়ে ডান আঙ্গুলে বল লাগে এই বাঁহাতি ওপেনারের। চোটের তীব্রতায় ব্যাট ছুড়ে সোজা উইকেটের অন্যপ্রান্তে গিয়ে মাটিতে বসে পড়েন সৌম্য।

ড্রেসিংরুম থেকে ফিজিও বায়েজিদুল ইসলাম দ্রুত ছুটে এসে সৌম্যকে মাঠের বাইরে নিয়ে যান। সৌম্য চোট পাওয়ায় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও এগিয়ে যান। পরে আঙুলে ব্যথানাশক স্প্রে দিয়ে তাঁকে (সৌম্য) নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান ফিজিও।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সৌম্য। এরপর এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। বিপিএলে শুরু থেকে রংপুর রাইডার্সের হয়ে খেলেননি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গিয়েছিল, চোটের কারণে তাঁকে তিন থেকে চার সপ্তাহের মতো খেলার বাইরে থাকতে হতে পারে।

চোট কাটিয়ে মাঠে ফিরে সৌম্য বিপিএলে প্লে–অফে এলিমিনেটরসহ চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। বিসিবি সূত্রে জানা গেছে, বলটি তাঁর ডান হাতের পুরোনো চোটের জায়গায় লেগেছিল। গ্লাভস পরা সত্ত্বেও আঘাতটি ছিল যথেষ্ট তীব্র। বিসিবির মেডিকেল বিভাগ বলছে, প্রাথমিকভাবে ব্যথানাশক দেওয়া হয়েছে। যদি ব্যথা গুরুতর মনে হয়, তবে এমআরআই করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত