ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের এখন বাকি দুই ওয়ানডে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় কার্ডিফে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। শাই হোপের নেতৃত্বাধীন উইন্ডিজ দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এমিরেটাস প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। বার্মিংহামে ২৯ মে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বলে অভিযোগ ওঠে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা ও মার্টিন স্যাগার্স, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই অভিযোগ এনেছেন। ক্যারিবীয় অধিনায়ক হোপ অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির দরকার পড়েনি।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। কোনো সেঞ্চুরি ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড এটি। সেই ম্যাচে উইন্ডিজ ২৬.২ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জ্যাকব বেথেল। ৫৩ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮২ রান করেন তিনি। ২.৪ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
কার্ডিফে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ উইন্ডিজ জিতলে সিরিজ সমতায় ফিরবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু লন্ডনের দ্য ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের এখন বাকি দুই ওয়ানডে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় কার্ডিফে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। শাই হোপের নেতৃত্বাধীন উইন্ডিজ দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এমিরেটাস প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। বার্মিংহামে ২৯ মে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বলে অভিযোগ ওঠে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা ও মার্টিন স্যাগার্স, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই অভিযোগ এনেছেন। ক্যারিবীয় অধিনায়ক হোপ অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির দরকার পড়েনি।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। কোনো সেঞ্চুরি ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড এটি। সেই ম্যাচে উইন্ডিজ ২৬.২ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জ্যাকব বেথেল। ৫৩ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮২ রান করেন তিনি। ২.৪ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
কার্ডিফে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ উইন্ডিজ জিতলে সিরিজ সমতায় ফিরবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু লন্ডনের দ্য ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে