ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের এখন বাকি দুই ওয়ানডে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় কার্ডিফে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। শাই হোপের নেতৃত্বাধীন উইন্ডিজ দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এমিরেটাস প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। বার্মিংহামে ২৯ মে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বলে অভিযোগ ওঠে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা ও মার্টিন স্যাগার্স, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই অভিযোগ এনেছেন। ক্যারিবীয় অধিনায়ক হোপ অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির দরকার পড়েনি।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। কোনো সেঞ্চুরি ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড এটি। সেই ম্যাচে উইন্ডিজ ২৬.২ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জ্যাকব বেথেল। ৫৩ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮২ রান করেন তিনি। ২.৪ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
কার্ডিফে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ উইন্ডিজ জিতলে সিরিজ সমতায় ফিরবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু লন্ডনের দ্য ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের এখন বাকি দুই ওয়ানডে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় কার্ডিফে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। শাই হোপের নেতৃত্বাধীন উইন্ডিজ দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এমিরেটাস প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। বার্মিংহামে ২৯ মে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বলে অভিযোগ ওঠে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা ও মার্টিন স্যাগার্স, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই অভিযোগ এনেছেন। ক্যারিবীয় অধিনায়ক হোপ অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির দরকার পড়েনি।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। কোনো সেঞ্চুরি ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড এটি। সেই ম্যাচে উইন্ডিজ ২৬.২ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জ্যাকব বেথেল। ৫৩ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮২ রান করেন তিনি। ২.৪ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
কার্ডিফে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ উইন্ডিজ জিতলে সিরিজ সমতায় ফিরবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু লন্ডনের দ্য ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২ ঘণ্টা আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
২ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩ ঘণ্টা আগে