ক্রীড়া ডেস্ক

সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
বাংলাদেশ তাকিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম-মুমিনুল হকের ব্যাটের দিকেও। ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড এ দুই ব্যাটারই। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সফল ব্যাটারও তাঁরা দুজন। মুশফিকের সামনে হাতছানি দিচ্ছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসরে নেওয়া এই উইকেটরক্ষক-ব্যাটারের পুরোপুরি মনোযোগ এখন টেস্টে। জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দ ধরে রাখতে প্রস্তুতিও নিয়েছেন বেশ।
টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সেরা পাঁচ ব্যাটারের মধ্যে মুশফিক আছেন ৪ নম্বরে। তবে এবার তাঁর সামনে সুযোগ তালিকায় নিজেকে আরও ওপরে নিয়ে যাওয়ার। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন—১০ টেস্টে ১৫ ইনিংসে ১১৪৫ রান, নজরকাড়া গড় ৯৫.৪১। শতক করেছেন পাঁচটি।
পরের নামটি ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। জিম্বাবুয়ের বিপক্ষে ‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটার দ্বিতীয় সর্বোচ্চ করেছেন ৯৭৯ রান, ব্যাটিং গড় ৯৭.৯০। টেস্ট ক্যারিয়ারে কোনো দলের বিপক্ষে নিজের সর্বোচ্চ গড়ও এটি তাঁর। মুশফিকের সুযোগ আছে দ্রাবিড়কেও ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্রাবিড়ের চেয়ে ১২২ রান পিছিয়ে এখন মুশফিক। ফিট থাকলে তাঁর সামনে চারটি ইনিংস আছে এই সিরিজে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান গ্রেট—শচীন টেন্ডুলকারের। ৯ টেস্টে ১৪ ইনিংসে করেছেন ৯১৮ রান, গড় ৭৬.৫০। বাংলাদেশের পরে শচীনের সবচেয়ে বেশি গড় দলটির বিপক্ষেই। বাংলাদেশের বিপক্ষে ৭ টেস্টে খেলা শচীনের গড় ১৩৬.৬৬। জিম্বাবুয়ের বিপক্ষে শচীনকে ছাড়িয়ে যেতে মুশফিকের চাই ৬১ রান।
তালিকায় ৪ নম্বরে মুশফিক ১০ টেস্ট ও ১৮ ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ৮৫৭ রান, গড় ৫৭.১৩। টেস্টে কোনো দলের বিপক্ষে নিজের দ্বিতীয় সেরা গড় ও দ্বিতীয় সর্বোচ্চ রানও এটি। আছে দুটি সেঞ্চুরি ও তিন ফিফটি। ৮ টেস্টে ১৪ ইনিংসে ৭৫৭ রান মুমিনুলের।

সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
বাংলাদেশ তাকিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম-মুমিনুল হকের ব্যাটের দিকেও। ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড এ দুই ব্যাটারই। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সফল ব্যাটারও তাঁরা দুজন। মুশফিকের সামনে হাতছানি দিচ্ছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসরে নেওয়া এই উইকেটরক্ষক-ব্যাটারের পুরোপুরি মনোযোগ এখন টেস্টে। জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দ ধরে রাখতে প্রস্তুতিও নিয়েছেন বেশ।
টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সেরা পাঁচ ব্যাটারের মধ্যে মুশফিক আছেন ৪ নম্বরে। তবে এবার তাঁর সামনে সুযোগ তালিকায় নিজেকে আরও ওপরে নিয়ে যাওয়ার। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন—১০ টেস্টে ১৫ ইনিংসে ১১৪৫ রান, নজরকাড়া গড় ৯৫.৪১। শতক করেছেন পাঁচটি।
পরের নামটি ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। জিম্বাবুয়ের বিপক্ষে ‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটার দ্বিতীয় সর্বোচ্চ করেছেন ৯৭৯ রান, ব্যাটিং গড় ৯৭.৯০। টেস্ট ক্যারিয়ারে কোনো দলের বিপক্ষে নিজের সর্বোচ্চ গড়ও এটি তাঁর। মুশফিকের সুযোগ আছে দ্রাবিড়কেও ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্রাবিড়ের চেয়ে ১২২ রান পিছিয়ে এখন মুশফিক। ফিট থাকলে তাঁর সামনে চারটি ইনিংস আছে এই সিরিজে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান গ্রেট—শচীন টেন্ডুলকারের। ৯ টেস্টে ১৪ ইনিংসে করেছেন ৯১৮ রান, গড় ৭৬.৫০। বাংলাদেশের পরে শচীনের সবচেয়ে বেশি গড় দলটির বিপক্ষেই। বাংলাদেশের বিপক্ষে ৭ টেস্টে খেলা শচীনের গড় ১৩৬.৬৬। জিম্বাবুয়ের বিপক্ষে শচীনকে ছাড়িয়ে যেতে মুশফিকের চাই ৬১ রান।
তালিকায় ৪ নম্বরে মুশফিক ১০ টেস্ট ও ১৮ ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ৮৫৭ রান, গড় ৫৭.১৩। টেস্টে কোনো দলের বিপক্ষে নিজের দ্বিতীয় সেরা গড় ও দ্বিতীয় সর্বোচ্চ রানও এটি। আছে দুটি সেঞ্চুরি ও তিন ফিফটি। ৮ টেস্টে ১৪ ইনিংসে ৭৫৭ রান মুমিনুলের।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে