
২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলো একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকাল ৯টা ২৮ মিনিটে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘অ্যান্টিগায় চলছে জন্মদিনের আবহ। হাসি, মজায় উদযাপন করা হলো জয়ের বিশেষ দিন। দলের স্পিরিটটাও অপ্রতিরোধ্য।’ ৯ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, মেহেদী হাসান মিরাজ কেকটা কেটে জয়কে খাওয়াচ্ছেন। মুহূর্তেই তাসকিন আহমেদ কেকের একটা অংশ নিয়ে জয়ের কপাল থেকে শুরু করে নাক-মুখে মাখিয়ে দিয়েছেন। সে সময় জয়ের মাথায় হাত দিয়ে রাখেন হাসান মাহমুদ। এমন ঘটনায় জয় কিছুটা হতচকিত হয়ে গেছেন। বিসিবির এই ভিডিওতে ১ ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া এসেছে প্রায় ৩ হাজার। এক শর কাছাকাছি মন্তব্য হয়েছে। অনেকেই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
অ্যান্টিগায় এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের দুই দিনের টুর ম্যাচ। প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে ২৪৮ রানে এগিয়ে থেকে। জাকের আলী অনিক (৪৮) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৪১) দুর্দান্ত ব্যাটিংয়েই প্রথম ইনিংসে ২৫৩ রান করতে পারে বাংলাদেশ। তবে ওপেনিংয়ে নেমে জয় করেছেন ১৯ বলে ৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেটেও জয় ব্যর্থ হচ্ছেন নিয়মিত। টেস্টে সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর এই সংস্করণে টানা ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। জন্মদিন যেভাবে উদযাপন করা হয়েছে, তাঁর ব্যাট সেভাবেই জ্বলে উঠুক বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এখন চাওয়া নিশ্চয়ই এটুকু। ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলো একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকাল ৯টা ২৮ মিনিটে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘অ্যান্টিগায় চলছে জন্মদিনের আবহ। হাসি, মজায় উদযাপন করা হলো জয়ের বিশেষ দিন। দলের স্পিরিটটাও অপ্রতিরোধ্য।’ ৯ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, মেহেদী হাসান মিরাজ কেকটা কেটে জয়কে খাওয়াচ্ছেন। মুহূর্তেই তাসকিন আহমেদ কেকের একটা অংশ নিয়ে জয়ের কপাল থেকে শুরু করে নাক-মুখে মাখিয়ে দিয়েছেন। সে সময় জয়ের মাথায় হাত দিয়ে রাখেন হাসান মাহমুদ। এমন ঘটনায় জয় কিছুটা হতচকিত হয়ে গেছেন। বিসিবির এই ভিডিওতে ১ ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া এসেছে প্রায় ৩ হাজার। এক শর কাছাকাছি মন্তব্য হয়েছে। অনেকেই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
অ্যান্টিগায় এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের দুই দিনের টুর ম্যাচ। প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে ২৪৮ রানে এগিয়ে থেকে। জাকের আলী অনিক (৪৮) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৪১) দুর্দান্ত ব্যাটিংয়েই প্রথম ইনিংসে ২৫৩ রান করতে পারে বাংলাদেশ। তবে ওপেনিংয়ে নেমে জয় করেছেন ১৯ বলে ৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেটেও জয় ব্যর্থ হচ্ছেন নিয়মিত। টেস্টে সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর এই সংস্করণে টানা ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। জন্মদিন যেভাবে উদযাপন করা হয়েছে, তাঁর ব্যাট সেভাবেই জ্বলে উঠুক বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এখন চাওয়া নিশ্চয়ই এটুকু। ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪৪ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে