
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেন অথৈ সাগরে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ৩৭১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। সফরকারীদের সামনে এখন ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে।
৩ উইকেটে ৩৮৬ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই ট্রাভিস হেডের উইকেট হারায় অজিরা। স্বাগতিকদের ইনিংসের ৯৪তম ওভারের তৃতীয় বলে হেডের উইকেট তুলে নেন এনরিখ নরকিয়া। ৫৫ বলে ৫১ রান করেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ব্যাটার। ঠিক তার পরের বলে ডেভিড ওয়ার্নারকেও বোল্ড
করেন নরকিয়া, যেখানে ওয়ার্নার গতকাল ২০০ রান করার পর মাংসপেশিতে চোটে উঠে গিয়েছিলেন। নরকিয়ার জোড়া উইকেট শিকার করতে না করতেই আঘাত হানলেন কাগিসো রাবাদা। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট নেন রাবাদা।
৩৯৫ থেকে ৪০০—এই ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও এক প্রান্ত আগলে খেলছিলেন অ্যালেক্স ক্যারে। টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন ক্যারে। ১৪৯ বলে ১১১ রান করেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। ৮ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। অজিদের ইনিংসে সর্বোচ্চ ২০০ রান করেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নরকিয়া।
৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রানের খাতা খোলার আগেই ডিন এলগারের উইকেট তুলে নেন প্যাট কামিন্স। প্রোটিয়াদের স্কোর যখন ১ উইকেটে ১৫ রান, তখনই নামে বৃষ্টি। এরপর আর বৃষ্টিতে খেলা হয়নি। সারেল আরউই ৭ রানে এবং থিউনিস ডি ব্রুইন ৬ রান করে অপরাজিত আছেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেন অথৈ সাগরে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ৩৭১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। সফরকারীদের সামনে এখন ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে।
৩ উইকেটে ৩৮৬ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই ট্রাভিস হেডের উইকেট হারায় অজিরা। স্বাগতিকদের ইনিংসের ৯৪তম ওভারের তৃতীয় বলে হেডের উইকেট তুলে নেন এনরিখ নরকিয়া। ৫৫ বলে ৫১ রান করেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ব্যাটার। ঠিক তার পরের বলে ডেভিড ওয়ার্নারকেও বোল্ড
করেন নরকিয়া, যেখানে ওয়ার্নার গতকাল ২০০ রান করার পর মাংসপেশিতে চোটে উঠে গিয়েছিলেন। নরকিয়ার জোড়া উইকেট শিকার করতে না করতেই আঘাত হানলেন কাগিসো রাবাদা। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট নেন রাবাদা।
৩৯৫ থেকে ৪০০—এই ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও এক প্রান্ত আগলে খেলছিলেন অ্যালেক্স ক্যারে। টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন ক্যারে। ১৪৯ বলে ১১১ রান করেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। ৮ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। অজিদের ইনিংসে সর্বোচ্চ ২০০ রান করেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নরকিয়া।
৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রানের খাতা খোলার আগেই ডিন এলগারের উইকেট তুলে নেন প্যাট কামিন্স। প্রোটিয়াদের স্কোর যখন ১ উইকেটে ১৫ রান, তখনই নামে বৃষ্টি। এরপর আর বৃষ্টিতে খেলা হয়নি। সারেল আরউই ৭ রানে এবং থিউনিস ডি ব্রুইন ৬ রান করে অপরাজিত আছেন।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে