
পুরুষদের সঙ্গে নারী ক্রিকেটারদের বেতনের ব্যবধান আকাশ-পাতাল। এই বৈষম্য দূর করতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এখন থেকে কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের সমান ম্যাচ ফি ও বেতন পাবেন কিউই নারীরা।
এনজেডসি আজ নিজেদের ওয়েবসাইটে বেতনবৈষম্য ঘোচানোর ঘোষণা দিয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মেয়াদ থাকবে পাঁচ বছর। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এমন নজির গড়ল নিউজিল্যান্ড। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নারীদের বেতন কয়েক গুণ বাড়ালেও সেটা ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের চেয়ে বেশ কম।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পুরুষদের সমান বেতন পাবেন নারীরা। নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন দেশটির ছয়টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও লিঙ্গসমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি গঠন করেছিল। সেই কমিটি নতুন পারিশ্রমিক কাঠামো তৈরি করেছে।
নতুন চুক্তি অনুযায়ী, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের নারী ও পুরুষ দল উভয়ের ম্যাচ ফি হবে ৫ লাখ ৯০ হাজার টাকা। ওয়ানডেতে ২ লাখ ৩০ হাজার টাকা আর টি-টোয়েন্টিতে প্রত্যেক খেলোয়াড় পাবেন ১ লাখ ৪৪ হাজার টাকা করে।
এ ছাড়া ঘরোয়া বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি করা হয়েছে ৮৫ হাজার টাকা। লিস্ট ‘এ’ সংস্করণের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ৪৬ হাজার টাকা আর টি-২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ২৮ হাজার টাকা।
ম্যাচ ফির পাশাপাশি চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছয়টি আঞ্চলিক দল ৯ জন করে ক্রিকেটার চুক্তিতে রাখতে পারত। সেটা বাড়িয়ে করা হয়েছে ১২ জন।
এ ছাড়া আবাসন, চোট-পরবর্তী পুনর্বাসন, ভ্রমণ, অনুশীলন সবকিছুতেই নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের সমান সুযোগ-সুবিধা পাবেন নারীরা।
সব মিলিয়ে ক্রিকেটে নারীদের অগ্রযাত্রায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল এনজেডসি।

পুরুষদের সঙ্গে নারী ক্রিকেটারদের বেতনের ব্যবধান আকাশ-পাতাল। এই বৈষম্য দূর করতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এখন থেকে কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের সমান ম্যাচ ফি ও বেতন পাবেন কিউই নারীরা।
এনজেডসি আজ নিজেদের ওয়েবসাইটে বেতনবৈষম্য ঘোচানোর ঘোষণা দিয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মেয়াদ থাকবে পাঁচ বছর। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এমন নজির গড়ল নিউজিল্যান্ড। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নারীদের বেতন কয়েক গুণ বাড়ালেও সেটা ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের চেয়ে বেশ কম।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পুরুষদের সমান বেতন পাবেন নারীরা। নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন দেশটির ছয়টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও লিঙ্গসমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি গঠন করেছিল। সেই কমিটি নতুন পারিশ্রমিক কাঠামো তৈরি করেছে।
নতুন চুক্তি অনুযায়ী, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের নারী ও পুরুষ দল উভয়ের ম্যাচ ফি হবে ৫ লাখ ৯০ হাজার টাকা। ওয়ানডেতে ২ লাখ ৩০ হাজার টাকা আর টি-টোয়েন্টিতে প্রত্যেক খেলোয়াড় পাবেন ১ লাখ ৪৪ হাজার টাকা করে।
এ ছাড়া ঘরোয়া বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি করা হয়েছে ৮৫ হাজার টাকা। লিস্ট ‘এ’ সংস্করণের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ৪৬ হাজার টাকা আর টি-২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ২৮ হাজার টাকা।
ম্যাচ ফির পাশাপাশি চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছয়টি আঞ্চলিক দল ৯ জন করে ক্রিকেটার চুক্তিতে রাখতে পারত। সেটা বাড়িয়ে করা হয়েছে ১২ জন।
এ ছাড়া আবাসন, চোট-পরবর্তী পুনর্বাসন, ভ্রমণ, অনুশীলন সবকিছুতেই নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের সমান সুযোগ-সুবিধা পাবেন নারীরা।
সব মিলিয়ে ক্রিকেটে নারীদের অগ্রযাত্রায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল এনজেডসি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে