
দক্ষিণ আফ্রিকানদের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকার কথা। তা ঠেকছেও। আগের সিরিজেই তারা ভারতের মতো দলকে ধবলধোলাই করেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই কোহলি-বুমরাহদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে প্রোটিয়ারা। কিছু ক্ষেত্রে তাঁদের চেয়ে এগিয়ে ছিল বলেই তিন ওয়ানডের তিনটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে টেম্বা বাভুমার দল।
সেই একই দলটা বাংলাদেশের বিপক্ষে কেমন অচেনা। নিজের দলকে চিনতে কষ্ট হচ্ছে অধিনায়ক বাভুমারও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবিশ্বাস দেখা গেল বাভুমার চোখে-মুখে। নিজেকে প্রশ্ন করেও দলের হতশ্রী পারফরম্যান্সে কোনো উত্তর পাননি প্রোটিয়া অধিনায়ক। ম্যাচের সঙ্গে সিরিজ হারের ব্যাপারটা যে অধিনায়ক হিসেবে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মুখ ফুটে না বললেও অসহায়ত্বে বোঝা গেল।
অধিনায়কের মতো না হলেও সিরিজ হারের পর স্বাভাবিকভাবে হতাশ প্রোটিয়া কোচ মার্ক বাউচার। সেঞ্চুরিয়নে গতকাল কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি তাঁর শিষ্যরা। খেলোয়াড়দের মানসিকতায় ঘাটতি ছিল মনে করেন বাউচার, ‘আজকে আমাদের মানসিকতায় ঘাটতি ছিল। আমরা ভালো একটা শুরুর পর খোলসবন্দী হয়ে পড়ি। নিশ্চিতভাবেই আমরা এমন খেলতে চাই না। ভালো শুরু পাওয়ার পর আমরা খেলা আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আমরা সেটি করতে পারিনি।’
উইকেট বড় রানের ছিল জানিয়ে বাউচার আরও বলেন, ‘আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, রান তোলার সুযোগ তৈরি করতে মাঝে মাঝে ঝুঁকি নিতে হয়। অথচ একটা সংগ্রহ দাঁড় করানোর ভাবনার বদলে আমরা আউট হওয়া নিয়ে ভয়ে ছিলাম। উইকেট ৩০০-এর বেশি রানের ছিল।’

দক্ষিণ আফ্রিকানদের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকার কথা। তা ঠেকছেও। আগের সিরিজেই তারা ভারতের মতো দলকে ধবলধোলাই করেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই কোহলি-বুমরাহদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে প্রোটিয়ারা। কিছু ক্ষেত্রে তাঁদের চেয়ে এগিয়ে ছিল বলেই তিন ওয়ানডের তিনটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে টেম্বা বাভুমার দল।
সেই একই দলটা বাংলাদেশের বিপক্ষে কেমন অচেনা। নিজের দলকে চিনতে কষ্ট হচ্ছে অধিনায়ক বাভুমারও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবিশ্বাস দেখা গেল বাভুমার চোখে-মুখে। নিজেকে প্রশ্ন করেও দলের হতশ্রী পারফরম্যান্সে কোনো উত্তর পাননি প্রোটিয়া অধিনায়ক। ম্যাচের সঙ্গে সিরিজ হারের ব্যাপারটা যে অধিনায়ক হিসেবে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মুখ ফুটে না বললেও অসহায়ত্বে বোঝা গেল।
অধিনায়কের মতো না হলেও সিরিজ হারের পর স্বাভাবিকভাবে হতাশ প্রোটিয়া কোচ মার্ক বাউচার। সেঞ্চুরিয়নে গতকাল কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি তাঁর শিষ্যরা। খেলোয়াড়দের মানসিকতায় ঘাটতি ছিল মনে করেন বাউচার, ‘আজকে আমাদের মানসিকতায় ঘাটতি ছিল। আমরা ভালো একটা শুরুর পর খোলসবন্দী হয়ে পড়ি। নিশ্চিতভাবেই আমরা এমন খেলতে চাই না। ভালো শুরু পাওয়ার পর আমরা খেলা আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আমরা সেটি করতে পারিনি।’
উইকেট বড় রানের ছিল জানিয়ে বাউচার আরও বলেন, ‘আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, রান তোলার সুযোগ তৈরি করতে মাঝে মাঝে ঝুঁকি নিতে হয়। অথচ একটা সংগ্রহ দাঁড় করানোর ভাবনার বদলে আমরা আউট হওয়া নিয়ে ভয়ে ছিলাম। উইকেট ৩০০-এর বেশি রানের ছিল।’

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে