
৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভসের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
আবুধাবিতে এদিন বাছাইপর্বের `এ' গ্রুপের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৭০ রানের দাপুটে জয়ে মূল পর্ব নিশ্চিত করল দাসুন শানাকার দল।
লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও যেন ছিল লঙ্কানদের ইনিংসের হাইলাইটস। ১৮ রানে হারায় ২ উইকেট। তবে শ্রীলঙ্কা দুর্দান্তভাবে বিপর্যয় কাটিয়ে উঠতে পারলেও সেটি পারেনি আইরিশরা। এক প্রান্তে এন্ডি বালবির্নে চেষ্টা করেছিলেন। তবে অধিনায়ককে কেউ সঙ্গ দিতে পারেননি। দলীয় ৯৮ রানে ৪১ রান করে বালবির্নে বিদায় নিলে আইরিশদের হারও যেন নিশ্চিত হয়। অন্যদের মাঝে কার্টিস ক্যাম্ফার করেন ২৪ রান।
বাকিদের কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় আইরিশরা থামে ১০১ রানে।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল ও আভিস্কা ফার্নান্দো ফিরে যান ৮ রানেই। সেখান থেকেই হাল ধরে দলকে এগিয়ে নেন পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ দুজন দলকে নিয়ে যান ১৩১ রানে। ৪৭ বলে ৭১ রান করে হাসারাঙ্গা ফিরলে ভাঙে এই জুটি। পরে ৬১ রানে আউট হন নিশাঙ্কা। শেষ দিকে শানাকার ১১ বলে ২১ রানের ছোট্ট ক্যামিওতে ১৭১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।

৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভসের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
আবুধাবিতে এদিন বাছাইপর্বের `এ' গ্রুপের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৭০ রানের দাপুটে জয়ে মূল পর্ব নিশ্চিত করল দাসুন শানাকার দল।
লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও যেন ছিল লঙ্কানদের ইনিংসের হাইলাইটস। ১৮ রানে হারায় ২ উইকেট। তবে শ্রীলঙ্কা দুর্দান্তভাবে বিপর্যয় কাটিয়ে উঠতে পারলেও সেটি পারেনি আইরিশরা। এক প্রান্তে এন্ডি বালবির্নে চেষ্টা করেছিলেন। তবে অধিনায়ককে কেউ সঙ্গ দিতে পারেননি। দলীয় ৯৮ রানে ৪১ রান করে বালবির্নে বিদায় নিলে আইরিশদের হারও যেন নিশ্চিত হয়। অন্যদের মাঝে কার্টিস ক্যাম্ফার করেন ২৪ রান।
বাকিদের কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় আইরিশরা থামে ১০১ রানে।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল ও আভিস্কা ফার্নান্দো ফিরে যান ৮ রানেই। সেখান থেকেই হাল ধরে দলকে এগিয়ে নেন পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ দুজন দলকে নিয়ে যান ১৩১ রানে। ৪৭ বলে ৭১ রান করে হাসারাঙ্গা ফিরলে ভাঙে এই জুটি। পরে ৬১ রানে আউট হন নিশাঙ্কা। শেষ দিকে শানাকার ১১ বলে ২১ রানের ছোট্ট ক্যামিওতে ১৭১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।

ক্রিকেটারদের যেন দম ফেলার ফুরসত নেই। দ্বিপক্ষীয় সিরিজ, আইসিসি ইভেন্ট তো রয়েছেই। বাড়তি যোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার মতে প্রত্যেক বছর আইসিসি ইভেন্ট আয়োজন করায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তার আভিজাত্য হারাচ্ছে।
৪৩ মিনিট আগে
জীবন কখনো কখনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ১৩ বছরের এক কিশোরী। আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে যার ঢাকায় পা রাখার কয়েক দিনের মধ্যে শুনতে হলো বাবা হারানোর খবর। শোক তাকে ছেয়ে গেছে ঠিকই, কিন্তু পাথরে পরিণত করতে পারেনি। বরং শোককে শক্তিতে রূপ দিয়ে মাতিয়েছে সবুজ গালিচা।
২ ঘণ্টা আগে
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে হরহামেশাই। তবে মাঝেমধ্যে কীটপতঙ্গের উৎপাত, সূর্যের মাত্রাতিরিক্ত আলো—এসব অদ্ভুতুড়ে কারণেও ম্যাচ বাতিলের ঘটনা ঘটে। গত রাতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতেও জোবার্গ সুপার কিংস-পার্ল রয়্যালসের ম্যাচও অদ্ভুত এক ঘটনায় পরিত্যক্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ডাম্বুলায় পরশু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। একই মাঠে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে শ্রীলঙ্কাকে জিততেই হবে।
৩ ঘণ্টা আগে