
আগেই যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। শিরোপা ধরে রাখার অভিযানে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।
বিশ্বকাপ ব্যর্থতার মধ্যেই বাংলাদেশ দলের বড় প্রাপ্তির নাম আরিফুল ইসলাম। অ্যালিস্টার কুক ও এইডেন মার্করামের পর যুব বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ১০৩ বলে করেছেন ১০২ রান। ১৬তম ব্যাটার হিসেবে বিশ্বমঞ্চে ২টি সেঞ্চুরির দেখা পেলেন এই যুবা ক্রিকেটার। আরিফুলের সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
বোলিংয়েও শুরুটা করেছিল বাংলাদেশ। ২৪ রানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন মুশফিক হাসান। তবে শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ডেওয়াল্ড ব্রেভিস আলো ছড়ালেন শেষ ম্যাচেও। উইকেটের এক পাশ আগলে দলকে এগিয়ে নিতে থাকেন ‘বেবি এবি’ নামে খ্যাত ব্রেভিস। ৭ ছক্কা ও ১১ চারে ১৩০ বলে ১৩৮ রান করে যখন ফেরেন, ম্যাচ তখন দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
শেষ ম্যাচে দলের জয়ে বড় অবদানের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ব্রেভিস। ৬ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতক মিলিয়ে ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান নিয়ে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন শিখর ধাওয়ান।

আগেই যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। শিরোপা ধরে রাখার অভিযানে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।
বিশ্বকাপ ব্যর্থতার মধ্যেই বাংলাদেশ দলের বড় প্রাপ্তির নাম আরিফুল ইসলাম। অ্যালিস্টার কুক ও এইডেন মার্করামের পর যুব বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ১০৩ বলে করেছেন ১০২ রান। ১৬তম ব্যাটার হিসেবে বিশ্বমঞ্চে ২টি সেঞ্চুরির দেখা পেলেন এই যুবা ক্রিকেটার। আরিফুলের সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
বোলিংয়েও শুরুটা করেছিল বাংলাদেশ। ২৪ রানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন মুশফিক হাসান। তবে শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ডেওয়াল্ড ব্রেভিস আলো ছড়ালেন শেষ ম্যাচেও। উইকেটের এক পাশ আগলে দলকে এগিয়ে নিতে থাকেন ‘বেবি এবি’ নামে খ্যাত ব্রেভিস। ৭ ছক্কা ও ১১ চারে ১৩০ বলে ১৩৮ রান করে যখন ফেরেন, ম্যাচ তখন দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
শেষ ম্যাচে দলের জয়ে বড় অবদানের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ব্রেভিস। ৬ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতক মিলিয়ে ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান নিয়ে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন শিখর ধাওয়ান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে