Ajker Patrika

‘বেবি এবি’র সেঞ্চুরিতে ম্লান আরিফুলের রেকর্ড সেঞ্চুরি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫২
‘বেবি এবি’র সেঞ্চুরিতে ম্লান আরিফুলের রেকর্ড সেঞ্চুরি

আগেই যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। শিরোপা ধরে রাখার অভিযানে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।

বিশ্বকাপ ব্যর্থতার মধ্যেই বাংলাদেশ দলের বড় প্রাপ্তির নাম আরিফুল ইসলাম। অ্যালিস্টার কুক ও এইডেন মার্করামের পর যুব বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ১০৩ বলে করেছেন ১০২ রান। ১৬তম ব্যাটার হিসেবে বিশ্বমঞ্চে ২টি সেঞ্চুরির দেখা পেলেন এই যুবা ক্রিকেটার। আরিফুলের সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। 

বোলিংয়েও শুরুটা করেছিল বাংলাদেশ। ২৪ রানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন মুশফিক হাসান। তবে শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ডেওয়াল্ড ব্রেভিস আলো ছড়ালেন শেষ ম্যাচেও। উইকেটের এক পাশ আগলে দলকে এগিয়ে নিতে থাকেন ‘বেবি এবি’ নামে খ্যাত ব্রেভিস। ৭ ছক্কা ও ১১ চারে ১৩০ বলে ১৩৮ রান করে যখন ফেরেন, ম্যাচ তখন দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

শেষ ম্যাচে দলের জয়ে বড় অবদানের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ব্রেভিস। ৬ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতক মিলিয়ে ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান নিয়ে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন শিখর ধাওয়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত