
আইসিইউ থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মোহাম্মদ রিজওয়ানের খেলা নিয়ে কৌতূহল এখনো চলছে। মাঠে নামার ২৪ ঘণ্টা আগেও আইসিইউতে ভর্তি ছিলেন এই পাকিস্তান ওপেনার। বিশ্বকাপ শেষে এক সাক্ষাৎকারে আরও অবাক করা তথ্য জানিয়েছেন রিজওয়ান। হাসপাতালে নিয়ে যেতে দেরি হলে নাকি মৃত্যুও হতে পারত তাঁর!
সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসুস্থতা নিয়েও দুর্দান্ত এক ইনিংস খেলেন রিজওয়ান। এরপর দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। দুই দিন আইসিইউতে থাকার অভিজ্ঞতা জানিয়ে সাক্ষাৎকারে রিজওয়ান বলেছেন, ‘যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন আমার শ্বাস ঠিকঠাক চলছিল না। চিকিৎসকেরা বলেন, আমার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল।’
রিজওয়ান আরও জানান, ‘প্রথমে বলা হয়, পর দিন সকালে আমাকে ছেড়ে দেওয়া হবে। পরে বলা হয়, সকালে নয়, সন্ধ্যায় ছাড়া হবে। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে যেতে আর ২০ মিনিট দেরি হলে আমার শ্বাসনালি ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারত।’
দুবাইয়ের হাসপাতালে রিজওয়ানকে সুস্থ করে তোলেন ভারতীয় চিকিৎসক সাহির সাইনালবদিন। এই ভারতীয় চিকিৎসককে পরে অটোগ্রাফসহ নিজের জার্সি উপহার দেন রিজওয়ান। সাক্ষাৎকারে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে এই পাকিস্তান ওপেনার।
ধন্যবাদ জানিয়ে রিজওয়ান বলেন, ‘চিকিৎসকেরা আমাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। আমি শুধু ভাবছিলাম, সেমিফাইনাল খেলতে পারব কি না। চিকিৎসকেরা আমাকে বলেন, আমি খেলার অবস্থায় নেই। সে কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তার পরেও যে আমি খেলতে পেরেছি তার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ।’

আইসিইউ থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মোহাম্মদ রিজওয়ানের খেলা নিয়ে কৌতূহল এখনো চলছে। মাঠে নামার ২৪ ঘণ্টা আগেও আইসিইউতে ভর্তি ছিলেন এই পাকিস্তান ওপেনার। বিশ্বকাপ শেষে এক সাক্ষাৎকারে আরও অবাক করা তথ্য জানিয়েছেন রিজওয়ান। হাসপাতালে নিয়ে যেতে দেরি হলে নাকি মৃত্যুও হতে পারত তাঁর!
সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসুস্থতা নিয়েও দুর্দান্ত এক ইনিংস খেলেন রিজওয়ান। এরপর দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। দুই দিন আইসিইউতে থাকার অভিজ্ঞতা জানিয়ে সাক্ষাৎকারে রিজওয়ান বলেছেন, ‘যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন আমার শ্বাস ঠিকঠাক চলছিল না। চিকিৎসকেরা বলেন, আমার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল।’
রিজওয়ান আরও জানান, ‘প্রথমে বলা হয়, পর দিন সকালে আমাকে ছেড়ে দেওয়া হবে। পরে বলা হয়, সকালে নয়, সন্ধ্যায় ছাড়া হবে। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে যেতে আর ২০ মিনিট দেরি হলে আমার শ্বাসনালি ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারত।’
দুবাইয়ের হাসপাতালে রিজওয়ানকে সুস্থ করে তোলেন ভারতীয় চিকিৎসক সাহির সাইনালবদিন। এই ভারতীয় চিকিৎসককে পরে অটোগ্রাফসহ নিজের জার্সি উপহার দেন রিজওয়ান। সাক্ষাৎকারে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে এই পাকিস্তান ওপেনার।
ধন্যবাদ জানিয়ে রিজওয়ান বলেন, ‘চিকিৎসকেরা আমাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। আমি শুধু ভাবছিলাম, সেমিফাইনাল খেলতে পারব কি না। চিকিৎসকেরা আমাকে বলেন, আমি খেলার অবস্থায় নেই। সে কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তার পরেও যে আমি খেলতে পেরেছি তার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ।’

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১৫ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৪১ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে