নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দলে যুক্ত করা হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে। তৃতীয় টি–টোয়েন্টির একাদশে সুযোগ হলে দুজনের অভিষেক হবে। এর আগে রাব্বী দেশের হয়ে টেস্ট খেললেও ইমনের এখনো সেই সুযোগ মেলেনি। আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৮ উইকেটে বড় ব্যবধানে হারের সঙ্গে বাংলাদেশের হতাশা বাড়িয়েছে মোস্তাফিজুর রহমানের চোট। আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন মোস্তাফিজ। সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েছেন ফিজ। চোট সমস্যা আছে শরীফুল ইসলামেরও। ফিজ শেষ টি–টোয়েন্টিতে খেলতে পারবেন কিনা তা জানা যাবে আগামীকাল রোববার। তবে যা খবর, শেষ টি–টোয়েন্টিতে বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শরীফুলকে নিয়েও অনিশ্চয়তা আছে। এ জন্য এখন যেহেতু করোনা নেগেটিভ হলেই খেলা যাবে, তাই রাব্বীকে দ্রুত দলে যুক্ত করা হলো।
অন্যদিকে ইমনের তো এই সিরিজে খেলা এক প্রকার অনুমিতই ছিল। ৭ নভেম্বর থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যে সাত তরুণকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন সেই দলে ছিলেন ইমনও। অবশ্য রাব্বিও ছিলেন সেই দলে। সিরিজ শুরুর আগে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইমনকে তৈরি করতেও দেখা গেছে। কিন্তু পরে অদ্ভুতভাবে ইমনকে দল থেকে বাদ দেওয়া হয়। পরে জানা যায় ওপেনিংয়ে ডানহাতি–বাঁহাতি সমন্বয় মেলাতে মোহাম্মদ নাঈমের সঙ্গে সাইফ হাসানকে দলে রাখা হয়েছে।
কিন্তু প্রথম দুই টি–টোয়েন্টিতে একেবারেই ভরসা দিতে পারেননি সাইফ। দুই টি–টোয়েন্টিতে ৯ বল খেলে করেছেন সাকল্য ১ রান। এর চেয়ে এই ওপেনারের আউট হওয়ার ধরন নিয়েও বেশ প্রশ্ন উঠেছে। এতেই যেন ঘুম ভেঙেছে নির্বাচকদের। শেষ ম্যাচে তাই হয়তো সাইফের জায়গায় ঘরোয়া ক্রিকেটে টি–টোয়েন্টি মেজাজে ব্যাটিং করার সুনাম থাকা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ইমনকে বাজিয়ে দেখতে চাইছে তাঁরা।

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দলে যুক্ত করা হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে। তৃতীয় টি–টোয়েন্টির একাদশে সুযোগ হলে দুজনের অভিষেক হবে। এর আগে রাব্বী দেশের হয়ে টেস্ট খেললেও ইমনের এখনো সেই সুযোগ মেলেনি। আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৮ উইকেটে বড় ব্যবধানে হারের সঙ্গে বাংলাদেশের হতাশা বাড়িয়েছে মোস্তাফিজুর রহমানের চোট। আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন মোস্তাফিজ। সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েছেন ফিজ। চোট সমস্যা আছে শরীফুল ইসলামেরও। ফিজ শেষ টি–টোয়েন্টিতে খেলতে পারবেন কিনা তা জানা যাবে আগামীকাল রোববার। তবে যা খবর, শেষ টি–টোয়েন্টিতে বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শরীফুলকে নিয়েও অনিশ্চয়তা আছে। এ জন্য এখন যেহেতু করোনা নেগেটিভ হলেই খেলা যাবে, তাই রাব্বীকে দ্রুত দলে যুক্ত করা হলো।
অন্যদিকে ইমনের তো এই সিরিজে খেলা এক প্রকার অনুমিতই ছিল। ৭ নভেম্বর থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যে সাত তরুণকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন সেই দলে ছিলেন ইমনও। অবশ্য রাব্বিও ছিলেন সেই দলে। সিরিজ শুরুর আগে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইমনকে তৈরি করতেও দেখা গেছে। কিন্তু পরে অদ্ভুতভাবে ইমনকে দল থেকে বাদ দেওয়া হয়। পরে জানা যায় ওপেনিংয়ে ডানহাতি–বাঁহাতি সমন্বয় মেলাতে মোহাম্মদ নাঈমের সঙ্গে সাইফ হাসানকে দলে রাখা হয়েছে।
কিন্তু প্রথম দুই টি–টোয়েন্টিতে একেবারেই ভরসা দিতে পারেননি সাইফ। দুই টি–টোয়েন্টিতে ৯ বল খেলে করেছেন সাকল্য ১ রান। এর চেয়ে এই ওপেনারের আউট হওয়ার ধরন নিয়েও বেশ প্রশ্ন উঠেছে। এতেই যেন ঘুম ভেঙেছে নির্বাচকদের। শেষ ম্যাচে তাই হয়তো সাইফের জায়গায় ঘরোয়া ক্রিকেটে টি–টোয়েন্টি মেজাজে ব্যাটিং করার সুনাম থাকা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ইমনকে বাজিয়ে দেখতে চাইছে তাঁরা।

বিপিএলের শেষভাগে এসে বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসা একেবারে নতুন কিছু নয়। বিশেষ করে প্লে-অফ পর্ব উতড়ে কীভাবে শিরোপা জেতা যায়, সেই লক্ষ্যে তারকা বিদেশি দলে ভেড়ানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
১৫ মিনিট আগে
ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে