
ঢাকা: এমনিতে কেন উইলিয়ামসন সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না। সাক্ষাৎকার তো দূরে থাক! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় যত কাছে আসছে, না চাইতেও টুকটাক কথা বলতেই হচ্ছে কিউই অধিনায়ককে। ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল দুই দলের জন্যই দারুণ হবে বলে আশা করছেন উইলিয়ামসন।
২০১৯ এর আগস্টে অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ। এজবাস্টনে শুরু, শেষ হচ্ছে সাউদাম্পটনে। ইংল্যান্ডে শুরু হয়ে পর্দা নামছে ইংল্যান্ডেই। নিরপেক্ষ ভেন্যু বলেই কি না ফাইনাল জয়ের আশা দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ইংল্যান্ডের মাঠে ফাইনাল কেমন আশা করছেন এমন এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ইংল্যান্ডের দর্শকেরা মাঠে দারুণ উৎসাহ দেয়। তবে ফাইনালে যেহেতু তাদের দল (ইংল্যান্ড) নেই, ব্যাপারটা একটু অন্যরকম হবে। ভারতের মাঠেও অনেক দর্শক আসে। তাদের দর্শকের সামনে খেলাও দারুণ, তবে একটু চ্যালেঞ্জিংও। ভারতের দর্শকেরা সব সময় নিজেদের দলকে উৎসাহ দিয়ে যায়। এখানে ব্যাপারটা তাই একটু অন্যরকম হবে।’
টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। উইলিয়ামসন বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে দর্শকদের আগ্রহ বেড়েছে আগের থেকে। খেলার মানও বেড়েছে। সবচেয়ে বড় বিষয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর উইলিয়ামসন অনূর্ধ্ব-১৯ দল থেকে একে অপরের বিপক্ষে খেলছেন। কোহলির বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। সে (কোহলি) দারুণ আত্মবিশ্বাসী থাকে। সব সময় নিজেকে চাঙা রাখে। জিততে চায়। তার বিপক্ষে খেলা উপভোগ করি।’

ঢাকা: এমনিতে কেন উইলিয়ামসন সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না। সাক্ষাৎকার তো দূরে থাক! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় যত কাছে আসছে, না চাইতেও টুকটাক কথা বলতেই হচ্ছে কিউই অধিনায়ককে। ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল দুই দলের জন্যই দারুণ হবে বলে আশা করছেন উইলিয়ামসন।
২০১৯ এর আগস্টে অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ। এজবাস্টনে শুরু, শেষ হচ্ছে সাউদাম্পটনে। ইংল্যান্ডে শুরু হয়ে পর্দা নামছে ইংল্যান্ডেই। নিরপেক্ষ ভেন্যু বলেই কি না ফাইনাল জয়ের আশা দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ইংল্যান্ডের মাঠে ফাইনাল কেমন আশা করছেন এমন এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ইংল্যান্ডের দর্শকেরা মাঠে দারুণ উৎসাহ দেয়। তবে ফাইনালে যেহেতু তাদের দল (ইংল্যান্ড) নেই, ব্যাপারটা একটু অন্যরকম হবে। ভারতের মাঠেও অনেক দর্শক আসে। তাদের দর্শকের সামনে খেলাও দারুণ, তবে একটু চ্যালেঞ্জিংও। ভারতের দর্শকেরা সব সময় নিজেদের দলকে উৎসাহ দিয়ে যায়। এখানে ব্যাপারটা তাই একটু অন্যরকম হবে।’
টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। উইলিয়ামসন বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে দর্শকদের আগ্রহ বেড়েছে আগের থেকে। খেলার মানও বেড়েছে। সবচেয়ে বড় বিষয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর উইলিয়ামসন অনূর্ধ্ব-১৯ দল থেকে একে অপরের বিপক্ষে খেলছেন। কোহলির বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। সে (কোহলি) দারুণ আত্মবিশ্বাসী থাকে। সব সময় নিজেকে চাঙা রাখে। জিততে চায়। তার বিপক্ষে খেলা উপভোগ করি।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২৯ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে