Ajker Patrika

সালাহউদ্দিনের কাজ শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২২: ৫৭
বাংলাদেশের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি।ছবি: সংগৃহীত
বাংলাদেশের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি।ছবি: সংগৃহীত

আগে অত বেশি না হলেও মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবিতে) ইদানীং ঘন ঘন আসতে দেখা যাচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে দেখা গেছে সালাহউদ্দিনকে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব শুরু হচ্ছে সালাহউদ্দিনের।

বিসিবি আজ এক বিবৃতিতে সালাহউদ্দিনের নিয়োগ পাওয়ার কথা নিশ্চিত করেছে। ২০২৫ এর ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকবেন তিনি। সেটার মানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকছেন তিনি। সালাহউদ্দিন যে ফিল সিমন্সের সহকারী হিসেবে কাজ করবেন, সেই সিমন্সেরও মেয়াদ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। ২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি।

বিকেএসপির খণ্ডকালীন ক্রিকেট কোচ হিসেবে এক সময় কাজ করেছিলেন সালাহউদ্দিন। ২০০৫ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১০ পর্যন্ত সহকারী কোচের দায়িত্বেও ছিলেন। কোচ হিসেবে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে সফল কোচ হিসেবে সালাহউদ্দিনের খ্যাতি রয়েছে। তাঁর অধীনেই বিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত