
সংস্করণ, মাঠ, প্রতিপক্ষসহ অনেক কিছু বদলালেও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। পরাজয়ের হতাশাই তাদের সঙ্গী হচ্ছে। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে তিন দিনেই বড় ব্যবধানে হেরেছে। ইনিংস ও ১৪১ রানে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে এমন ব্যবধানে জয় পাওয়ায় রোহিত শর্মার আশা পূরণ হয়েছে। ভারতীয় অধিনায়কের আশা ছিল এক ইনিংস ব্যাট করেই প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া। আর সেটা তাঁরা করেছেনও। ম্যাচ শেষে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রোহিত বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করাতেই আমাদের খেলার গতিপথ ঠিক হয়। আমরা জানতাম এই উইকেটে ব্যাটিং করা কিছুটা কঠিন হবে। দায়িত্ব পালনের মাধ্যমে আমরা বেশ ভালো বোলিং করেছি। এই পিচে একবারই আমরা ব্যাটিং করতে চেয়েছিলাম এবং তা দীর্ঘ সময়ের জন্য। যেন ৪০০-এর বেশি রান তুলতে পারি। এরপর বোলিংয় করতে নেমে নিজেদের কাজটা আবারও ভালোভাবে করা।’
ভারত যে টেস্টে বড় ব্যবধানের জয় পাবে, তার আভাস শুরু থেকেই পাওয়া যাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ায়। নিজেরা ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৪২১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। রোহিতের সেঞ্চুরির সঙ্গে অভিষেক টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েন যশস্বী জয়সওয়াল। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ১৫০ ঊর্ধ্ব ইনিংস খেলেন তিনি। ১৭১ রানের পুরস্কার হিসেবে ম্যাচ-সেরাও হন এই উদীয়মান ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের চেয়েও বড় বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। এবার ১৩০ রানেই অলআউট হয় তারা। স্বাগতিক ব্যাটারদের দুই ইনিংসেই জম হয়ে দাঁড়ান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর। এবার একাই ৭ উইকেট নেন তিনি। সব মিলিয়ে ১২ উইকেট নিয়ে মূলত জয়ের কাজটা সহজ করে দেন এই অফস্পিনারই। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ জুলাই পোর্ট অব স্পেনে।

সংস্করণ, মাঠ, প্রতিপক্ষসহ অনেক কিছু বদলালেও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। পরাজয়ের হতাশাই তাদের সঙ্গী হচ্ছে। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে তিন দিনেই বড় ব্যবধানে হেরেছে। ইনিংস ও ১৪১ রানে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে এমন ব্যবধানে জয় পাওয়ায় রোহিত শর্মার আশা পূরণ হয়েছে। ভারতীয় অধিনায়কের আশা ছিল এক ইনিংস ব্যাট করেই প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া। আর সেটা তাঁরা করেছেনও। ম্যাচ শেষে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রোহিত বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করাতেই আমাদের খেলার গতিপথ ঠিক হয়। আমরা জানতাম এই উইকেটে ব্যাটিং করা কিছুটা কঠিন হবে। দায়িত্ব পালনের মাধ্যমে আমরা বেশ ভালো বোলিং করেছি। এই পিচে একবারই আমরা ব্যাটিং করতে চেয়েছিলাম এবং তা দীর্ঘ সময়ের জন্য। যেন ৪০০-এর বেশি রান তুলতে পারি। এরপর বোলিংয় করতে নেমে নিজেদের কাজটা আবারও ভালোভাবে করা।’
ভারত যে টেস্টে বড় ব্যবধানের জয় পাবে, তার আভাস শুরু থেকেই পাওয়া যাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ায়। নিজেরা ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৪২১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। রোহিতের সেঞ্চুরির সঙ্গে অভিষেক টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েন যশস্বী জয়সওয়াল। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ১৫০ ঊর্ধ্ব ইনিংস খেলেন তিনি। ১৭১ রানের পুরস্কার হিসেবে ম্যাচ-সেরাও হন এই উদীয়মান ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের চেয়েও বড় বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। এবার ১৩০ রানেই অলআউট হয় তারা। স্বাগতিক ব্যাটারদের দুই ইনিংসেই জম হয়ে দাঁড়ান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর। এবার একাই ৭ উইকেট নেন তিনি। সব মিলিয়ে ১২ উইকেট নিয়ে মূলত জয়ের কাজটা সহজ করে দেন এই অফস্পিনারই। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ জুলাই পোর্ট অব স্পেনে।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
২৩ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে