নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডারউইনে রোমাঞ্চকর ম্যাচে হারতে হারতে জিতে গেল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন পড়ে ৩৬ রান, নেই ৬ উইকেট। জেঁকে বসে হারের শঙ্কা। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের গতিপথ বদলে দিলেন মাহফুজুর রহমান রাব্বি।
দলের প্রয়োজনের ৩২ রানই করেছেন রাব্বি, খেলেছেন ১৩ বল। ২ বল বাকি থাকতেই পার্থ স্কোর্চার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করেছে এইচপি। এই জয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
টিআইও স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেটে ১২৯ রান তোলে পার্থ। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রানে ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে এইচপি। ফেরেন তানজিদ হাসান তামিম (১), পারভেজ হোসেন ইমন (০) ও আরিফুল ইসলাম (২)।
চতুর্থ উইকেটে শুরুর বিপর্যয় সামলানোর চেষ্টা করেন আকবর আলী ও ওপেনার জিসান আলম। দ্রুত উইকেট হারানো রানের গতিও কমে যায়। এর মধ্যে ১১ তম ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন জিসান। ২৬ বলে ২৬ রানে আসে তাঁর ব্যাট থেকে।
দলের ৭৭ রানে আউট হয়েছেন অধিনায়ক আকবরও। করেছেন ৩৩ বলে ৩টি ছক্কা ও একটি ৩৫ রান। তারপর আবু হায়দার রনি ৭ ও শামীম হোসেন ১৬ রানে আউট হলে হারের শঙ্কা জেঁকে বসে। তবে ১৮তম ওভারে কিটন ক্রিচেলের ওপর তাণ্ডব চালিয়ে ২০ রান তোলেন রাব্বি। সে ওভারেই খেলার গতিপথ বদলে যায়।
শেষ দুই ওভার দরকার পড়ে ১৬ রান। ১৯তম ওভারে ৮ ও ২০তম ওভারে ৪ বলে ৮ রান তোলে জয় নিশ্চিত করে এইচপি। দুটি করে চার ও ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন রাব্বি। পার্থের হয়ে ম্যাথু কেলি ৩টি ও জিয়ে রিচার্ডসন নিয়েছেন ২টি উইকেট।
টস জিতে পার্থ স্কোর্চার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় তারা। তবে টিগু উইলির ৫৬ ও ব্যাক্সটার হল্টের ৩৪ রানের কল্যাণে ৫ উইকেটে ১২৯ রানের স্কোর গড়ে পার্থ। বাংলাদেশের রাকিবুল হাসান ও রিপন মন্ডল দুটি করে উইকেট নিয়েছেন।

ডারউইনে রোমাঞ্চকর ম্যাচে হারতে হারতে জিতে গেল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন পড়ে ৩৬ রান, নেই ৬ উইকেট। জেঁকে বসে হারের শঙ্কা। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের গতিপথ বদলে দিলেন মাহফুজুর রহমান রাব্বি।
দলের প্রয়োজনের ৩২ রানই করেছেন রাব্বি, খেলেছেন ১৩ বল। ২ বল বাকি থাকতেই পার্থ স্কোর্চার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করেছে এইচপি। এই জয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
টিআইও স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেটে ১২৯ রান তোলে পার্থ। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রানে ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে এইচপি। ফেরেন তানজিদ হাসান তামিম (১), পারভেজ হোসেন ইমন (০) ও আরিফুল ইসলাম (২)।
চতুর্থ উইকেটে শুরুর বিপর্যয় সামলানোর চেষ্টা করেন আকবর আলী ও ওপেনার জিসান আলম। দ্রুত উইকেট হারানো রানের গতিও কমে যায়। এর মধ্যে ১১ তম ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন জিসান। ২৬ বলে ২৬ রানে আসে তাঁর ব্যাট থেকে।
দলের ৭৭ রানে আউট হয়েছেন অধিনায়ক আকবরও। করেছেন ৩৩ বলে ৩টি ছক্কা ও একটি ৩৫ রান। তারপর আবু হায়দার রনি ৭ ও শামীম হোসেন ১৬ রানে আউট হলে হারের শঙ্কা জেঁকে বসে। তবে ১৮তম ওভারে কিটন ক্রিচেলের ওপর তাণ্ডব চালিয়ে ২০ রান তোলেন রাব্বি। সে ওভারেই খেলার গতিপথ বদলে যায়।
শেষ দুই ওভার দরকার পড়ে ১৬ রান। ১৯তম ওভারে ৮ ও ২০তম ওভারে ৪ বলে ৮ রান তোলে জয় নিশ্চিত করে এইচপি। দুটি করে চার ও ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন রাব্বি। পার্থের হয়ে ম্যাথু কেলি ৩টি ও জিয়ে রিচার্ডসন নিয়েছেন ২টি উইকেট।
টস জিতে পার্থ স্কোর্চার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় তারা। তবে টিগু উইলির ৫৬ ও ব্যাক্সটার হল্টের ৩৪ রানের কল্যাণে ৫ উইকেটে ১২৯ রানের স্কোর গড়ে পার্থ। বাংলাদেশের রাকিবুল হাসান ও রিপন মন্ডল দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৯ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৪২ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে