
বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানের সামনেও পাত্তা পায়নি বাংলাদেশ। ৩-০তে ধবলধোলাই হয়ে ব্যর্থতার ষোলোকলা পূরণ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের এমন পারফরম্যান্সে অন্য অনেকের মতো হতাশ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারও। সাবেক এই গতিতারকা ক্রিকেট মঞ্চে বাংলাদেশের পতন দেখতে পাচ্ছেন বলেও মন্তব্য করেছেন।
বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর থেকেই সমালোচনার মুখে আছে মিরপুরের উইকেট। এমন উইকেটে খেলে বাংলাদেশ কখনোই সফল হতে পারবে না বলে মনে করেন শোয়েবও, ‘বাংলাদেশ দারুণ একটি দেশ, তাদের জনগণও দারুণ। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। তবে এভাবে তারা ক্রিকেটে সামনে এগোতে পারবে না। এ ধরনের উইকেটে খেলে বাংলাদেশ সামনে যেতে পারবে না। যদি বাউন্সি উইকেটে তারা খেলার অভ্যাস না করে, তবে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই সংগ্রাম করতে হবে। শুধু স্পিন ব্যবহার করে কতইবা আর জেতা যায়।’
শুধু উইকেটেই নয়, শোয়েব পরিবর্তন চান বাংলাদেশের ক্রিকেট কাঠামোতেও। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে প্রয়োজন উল্লেখ করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই ফাস্ট বোলার বলেন, ‘বাংলাদেশকে এখন এগিয়ে এসে অবকাঠামোতে বদল আনা উচিত। উইকেট, সিস্টেম সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে খুব প্রয়োজন।’
বিশ্বকাপে সেমিফাইনালের আশা নিয়ে খেলতে গিয়ে সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ শোয়েব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের এভাবে পারফরম্যান্স করা উচিত হয়নি। আমি তাদের বিশ্বকাপের দাবিদার মনে করি। এমনকি সামনের বিশ্বকাপেও তাদের জেতার সুযোগ আছে বলে মনে করি। তারা যেভাবে বিশ্বকাপে পারফর্ম করেছে, পাকিস্তানের কাছে যেভাবে ৩-০তে হেরেছে, তাতে আমি কষ্ট পেয়েছি। নিজেদের ক্রিকেটকে উন্নত করতে হলে বাংলাদেশকে অনেক কিছু করতে হবে। আমি তাদের পতন দেখতে পাচ্ছি, এটা হওয়া উচিত হবে না।’

বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানের সামনেও পাত্তা পায়নি বাংলাদেশ। ৩-০তে ধবলধোলাই হয়ে ব্যর্থতার ষোলোকলা পূরণ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের এমন পারফরম্যান্সে অন্য অনেকের মতো হতাশ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারও। সাবেক এই গতিতারকা ক্রিকেট মঞ্চে বাংলাদেশের পতন দেখতে পাচ্ছেন বলেও মন্তব্য করেছেন।
বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর থেকেই সমালোচনার মুখে আছে মিরপুরের উইকেট। এমন উইকেটে খেলে বাংলাদেশ কখনোই সফল হতে পারবে না বলে মনে করেন শোয়েবও, ‘বাংলাদেশ দারুণ একটি দেশ, তাদের জনগণও দারুণ। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। তবে এভাবে তারা ক্রিকেটে সামনে এগোতে পারবে না। এ ধরনের উইকেটে খেলে বাংলাদেশ সামনে যেতে পারবে না। যদি বাউন্সি উইকেটে তারা খেলার অভ্যাস না করে, তবে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই সংগ্রাম করতে হবে। শুধু স্পিন ব্যবহার করে কতইবা আর জেতা যায়।’
শুধু উইকেটেই নয়, শোয়েব পরিবর্তন চান বাংলাদেশের ক্রিকেট কাঠামোতেও। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে প্রয়োজন উল্লেখ করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই ফাস্ট বোলার বলেন, ‘বাংলাদেশকে এখন এগিয়ে এসে অবকাঠামোতে বদল আনা উচিত। উইকেট, সিস্টেম সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে খুব প্রয়োজন।’
বিশ্বকাপে সেমিফাইনালের আশা নিয়ে খেলতে গিয়ে সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ শোয়েব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের এভাবে পারফরম্যান্স করা উচিত হয়নি। আমি তাদের বিশ্বকাপের দাবিদার মনে করি। এমনকি সামনের বিশ্বকাপেও তাদের জেতার সুযোগ আছে বলে মনে করি। তারা যেভাবে বিশ্বকাপে পারফর্ম করেছে, পাকিস্তানের কাছে যেভাবে ৩-০তে হেরেছে, তাতে আমি কষ্ট পেয়েছি। নিজেদের ক্রিকেটকে উন্নত করতে হলে বাংলাদেশকে অনেক কিছু করতে হবে। আমি তাদের পতন দেখতে পাচ্ছি, এটা হওয়া উচিত হবে না।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে