Ajker Patrika

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন

আজকের পত্রিকা ডেস্ক­
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন
এই জার্সিতেই গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। ছবি: আজকের পত্রিকা

২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছি। টুর্নামেন্টে ভালো করার জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’ রংপুর রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে রংপুর রাইডার্সের এই প্রতিনিধিত্ব সত্যিই গর্বের বিষয়। তারা স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে। আশা করি, তারা লিগে চমৎকার পারফর্ম করবে।’

রংপুর রাইডার্সের পরিচালক শানিয়ান তানিম বিসিবির সহযোগিতায় অভিভূত। তিনি বলেন, ‘বিসিবি আমাদের প্রস্তুতির জন্য অসাধারণ সহযোগিতা করেছে। প্রস্তুতি সুবিধাসহ বিভিন্ন সহায়তা পেয়েছি, যা আমাদের দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত