
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। দায়িত্ব নিয়েই নতুন বোর্ড সভাপতিকে কথা বলতে হয়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা নিয়ে। রমিজ অবশ্য স্পষ্টভাবেই বলে দিয়েছেন, এই মুহূর্তে ভারতের সঙ্গে সিরিজ খেলা অসম্ভব।
তিন বছরের জন্য পিসিবি সভাপতির দায়িত্বে পেয়েছেন রমিজ। বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান এহসান মানির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। গত মাসে দায়িত্ব মেয়াদ শেষ হয়েছে মানির। দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে রমিজের কাছে জানতে চাওয়া হয়েছিল ভারতে সঙ্গে সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে। উত্তরে রমিজ বলেন, ‘এটা (ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ) এই মুহূর্তে অসম্ভব। খেলাধুলার মডেল রাজনীতি দ্বারা নষ্ট হয়ে গেছে। এখন এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এই বিষয় নিয়ে আমরা তাড়াহুড়ো করছি না। আমরা এখন নিজেদের ঘরোয়া ও স্থানীয় ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’
দ্বিপক্ষীয় সিরিজ খেলা না হলেও অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ম্যাচটি নিয়ে রমিজ বলেন, ‘ম্যাচটি (ভারত-পাকিস্তান) আকর্ষণের কেন্দ্রে থাকবে। যখন আমি পাকিস্তান দলের সঙ্গে দেখা করেছিলাম, তাদের বলেছি এবার ভিন্ন কিছু দেখতে চাই।’
ক্রিকেটের এই বিশ্ব আসরে পাকিস্তানের ভয়ডরহীন মানসিকতা দেখতে চান জানিয়ে রমিজ আরও বলেন, ‘জাতীয় দলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। আমাদের উচিত বিশ্বকাপের জন্য যে দল নির্বাচন করা হয়েছে সেটাকে সমর্থন করা। আমাদের পরিকল্পনাগুলো গুছিয়ে নিতে হবে। আগ্রাসী মনোভাব পাকিস্তান ক্রিকেটের ডিএনএ’তে আছে। কাঙ্ক্ষিত ফল পেতে এখন সঠিক মডেলটি কেমন হবে তা ঠিক করতে হবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। দায়িত্ব নিয়েই নতুন বোর্ড সভাপতিকে কথা বলতে হয়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা নিয়ে। রমিজ অবশ্য স্পষ্টভাবেই বলে দিয়েছেন, এই মুহূর্তে ভারতের সঙ্গে সিরিজ খেলা অসম্ভব।
তিন বছরের জন্য পিসিবি সভাপতির দায়িত্বে পেয়েছেন রমিজ। বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান এহসান মানির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। গত মাসে দায়িত্ব মেয়াদ শেষ হয়েছে মানির। দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে রমিজের কাছে জানতে চাওয়া হয়েছিল ভারতে সঙ্গে সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে। উত্তরে রমিজ বলেন, ‘এটা (ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ) এই মুহূর্তে অসম্ভব। খেলাধুলার মডেল রাজনীতি দ্বারা নষ্ট হয়ে গেছে। এখন এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এই বিষয় নিয়ে আমরা তাড়াহুড়ো করছি না। আমরা এখন নিজেদের ঘরোয়া ও স্থানীয় ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’
দ্বিপক্ষীয় সিরিজ খেলা না হলেও অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ম্যাচটি নিয়ে রমিজ বলেন, ‘ম্যাচটি (ভারত-পাকিস্তান) আকর্ষণের কেন্দ্রে থাকবে। যখন আমি পাকিস্তান দলের সঙ্গে দেখা করেছিলাম, তাদের বলেছি এবার ভিন্ন কিছু দেখতে চাই।’
ক্রিকেটের এই বিশ্ব আসরে পাকিস্তানের ভয়ডরহীন মানসিকতা দেখতে চান জানিয়ে রমিজ আরও বলেন, ‘জাতীয় দলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। আমাদের উচিত বিশ্বকাপের জন্য যে দল নির্বাচন করা হয়েছে সেটাকে সমর্থন করা। আমাদের পরিকল্পনাগুলো গুছিয়ে নিতে হবে। আগ্রাসী মনোভাব পাকিস্তান ক্রিকেটের ডিএনএ’তে আছে। কাঙ্ক্ষিত ফল পেতে এখন সঠিক মডেলটি কেমন হবে তা ঠিক করতে হবে।’

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩৩ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে