
আবারও শাস্তি পেলেন তাওহিদ হৃদয়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচে তাঁকে ১০ হাজার টাকা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এতে তাঁর নামের পাশে যোগ হয়েছে মোট ৮ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়।
সূত্র জানায়, আম্পায়ার ও ম্যাচ রেফারির স্বাক্ষরিত খেলোয়াড়ের আচরণবিধি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আম্পায়ারের আউটের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন হৃদয়। তখন তিনি পিচ দেখিয়েছেন। মাথা নাড়িয়েছেন।’ এই আচরণে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগেই তাঁর নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। আরও ১ পয়েন্ট যোগ হওয়ায় এখন তিনি ৪ ম্যাচ নিষিদ্ধ। সে হিসেবে ২৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে ফাইনালে রূপ নেওয়া ম্যাচটি খেলার কথা নয় মোহামেডান অধিনায়ক হৃদয়ের।
যদিও আজ কোনো এলবিডব্লিউ কিংবা জটিল সিদ্ধান্তের বিষয় ছিল না। তিনি বোলার ওয়াসি সিদ্দিকের বলে গাজী গ্রুপের উইকেটকিপারের কাছে ক্যাচ তুলে দিয়েছিলেন। উইকেটকিপার ক্যাচটা না ধরতে পারলেও গ্লাভসে লেগে চলে যায় গালিতে থাকা শেখ পারভেজ জীবনের হাতে। আউটের পর হৃদয় হতাশ হয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতেই আম্পায়ারদের মনে হয়েছে আচরণবিধির লেভেল ১ ভেঙেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আম্পায়ার্সের বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘সে আগেই ৭ পয়েন্ট পেয়েছিল। এখন যোগ হলো আরও ১ পয়েন্ট। বিষয়টি এখন টেকনিক্যাল কমিটির কাছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৮ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১১ ঘণ্টা আগে