
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে