
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১৭ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে