
সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট।
মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’
এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’

সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট।
মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’
এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’

টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪৪ মিনিট আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৩ ঘণ্টা আগে