
কিছুদিন আগেও সমালোচনা শুনতে হয়েছে ফখর জামানকে। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ায় তাঁকে আর একাদশে চান না রমিজ রাজা—এমন সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। আজ সেই ফখরই প্রশংসায় ভাসছেন। দুর্দান্ত সেঞ্চুরির জন্য আর্থিক পুরস্কার পাচ্ছেন।
একাদশে দ্বিতীয়বার সুযোগ পেয়ে যা করেছেন তাতে প্রশংসার বন্যায় ভাসারই কথা ফখরের। পাকিস্তানকে যে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়েছেন। টানা দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে ম্যাচ জিতিয়েছেন। আর দলের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন।
এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার অবশ্য হাতেনাতেই পেয়েছেন ফখর। ম্যাচ শেষে টানা দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাঁহাতি ওপেনার। ম্যাচ-সেরার পুরস্কারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো অবদান না থাকায় হয়তো এবার নিজেরাই ফখরের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির জন্য ফখরকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪ লাখ টাকা) ঘোষণা করেছে পিসিবি। বিষয়টি গতকাল নিশ্চিত করেছে দলটির ক্রিকেট বোর্ডই।
কিউইদের বিপক্ষে পাকিস্তানের গতকালের ম্যাচটি ছিল সেমিফাইনালে টিকে থাকার লড়াই। এমন বাঁচামরার ম্যাচে আবার রেকর্ড ৪০২ রানের লক্ষ্য পায় পাকিস্তান। জিততে হলে বিশ্বকাপের রেকর্ড গড়তে হবে তাদের। রেকর্ড রান তাড়া করতে তাই শুরু থেকেই বিধ্বংসী ইনিংস প্রয়োজন পাকিস্তানের। কিন্তু উল্টো ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে তারা।
তবে শুরু থেকেই সহজাত ব্যাটিং করতে থাকেন ফখর। প্রিয় চার–ছক্কা মারায় মত্ত হন তিনি। তাঁর খুনে ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন কিউই বোলাররা। ৬৩ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনি। অপরাজিত ১২৬ রানের ইনিংসে ৮ চার ও ১১টি ছক্কা হাঁকিয়েছেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে বৃষ্টিতে খেলা শেষ হওয়ার ম্যাচে এগিয়ে থাকে পাকিস্তান। এতে করে ডিএলএস পদ্ধতিতে ২১ রানের জয় পায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে বাংলাদেশের বিপক্ষে ফেরার আগে করেছিলেন ৮১ রান।
ফখরের বিধ্বংসী সেঞ্চুরির কারণেই ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্য তো প্রশংসা পাচ্ছেনই, সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন তিনি। ম্যাচ শেষে টেলিফোনে তাঁকেসহ দলকে শুভকামনা জানান পিসিবির সভাপতি জাকা আশরাফ।

কিছুদিন আগেও সমালোচনা শুনতে হয়েছে ফখর জামানকে। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ায় তাঁকে আর একাদশে চান না রমিজ রাজা—এমন সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। আজ সেই ফখরই প্রশংসায় ভাসছেন। দুর্দান্ত সেঞ্চুরির জন্য আর্থিক পুরস্কার পাচ্ছেন।
একাদশে দ্বিতীয়বার সুযোগ পেয়ে যা করেছেন তাতে প্রশংসার বন্যায় ভাসারই কথা ফখরের। পাকিস্তানকে যে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়েছেন। টানা দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে ম্যাচ জিতিয়েছেন। আর দলের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন।
এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার অবশ্য হাতেনাতেই পেয়েছেন ফখর। ম্যাচ শেষে টানা দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাঁহাতি ওপেনার। ম্যাচ-সেরার পুরস্কারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো অবদান না থাকায় হয়তো এবার নিজেরাই ফখরের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির জন্য ফখরকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪ লাখ টাকা) ঘোষণা করেছে পিসিবি। বিষয়টি গতকাল নিশ্চিত করেছে দলটির ক্রিকেট বোর্ডই।
কিউইদের বিপক্ষে পাকিস্তানের গতকালের ম্যাচটি ছিল সেমিফাইনালে টিকে থাকার লড়াই। এমন বাঁচামরার ম্যাচে আবার রেকর্ড ৪০২ রানের লক্ষ্য পায় পাকিস্তান। জিততে হলে বিশ্বকাপের রেকর্ড গড়তে হবে তাদের। রেকর্ড রান তাড়া করতে তাই শুরু থেকেই বিধ্বংসী ইনিংস প্রয়োজন পাকিস্তানের। কিন্তু উল্টো ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে তারা।
তবে শুরু থেকেই সহজাত ব্যাটিং করতে থাকেন ফখর। প্রিয় চার–ছক্কা মারায় মত্ত হন তিনি। তাঁর খুনে ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন কিউই বোলাররা। ৬৩ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনি। অপরাজিত ১২৬ রানের ইনিংসে ৮ চার ও ১১টি ছক্কা হাঁকিয়েছেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে বৃষ্টিতে খেলা শেষ হওয়ার ম্যাচে এগিয়ে থাকে পাকিস্তান। এতে করে ডিএলএস পদ্ধতিতে ২১ রানের জয় পায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে বাংলাদেশের বিপক্ষে ফেরার আগে করেছিলেন ৮১ রান।
ফখরের বিধ্বংসী সেঞ্চুরির কারণেই ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্য তো প্রশংসা পাচ্ছেনই, সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন তিনি। ম্যাচ শেষে টেলিফোনে তাঁকেসহ দলকে শুভকামনা জানান পিসিবির সভাপতি জাকা আশরাফ।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে