
‘মর্নিং শোজ দ্য ডে’-আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং দেখে অনেকেরই হয়তো ইংলিশ প্রবাদের কথা মনে পড়ছিল। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন ইব্রাহিম ও গুরবাজ। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মুহূর্তেই তছনছ হয়ে যায় আফগানদের ইনিংস।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে আফগানিস্তান করে ৪৭ রান। দলীয় ৪৭ রানেই আফগানদের উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব। নবম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে স্লগ সুইপ করেন ইব্রাহিম জাদরান। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত শাহকে নিয়ে আরও একটি বড় জুটি গড়ার পথে এগোতে থাকেন গুরবাজ। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। ১৬ তম ওভারের প্রথম বলে সুইপ করতে যান রহমত। টপ এজ হওয়া বল মিড অফে সহজে লুফে নেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে রহমত-গুরবাজের ৪১ বলে ৩৬ রানের জুটি ভেঙে যায়।
৮৩ রানে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের তৃতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়েন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ও গুরবাজ। শাহিদীকে ফিরিয়ে মূলত আফগানদের ভাঙন ধরানোর কাজ শুরু করেন মিরাজ। ২৪ তম ওভারের চতুর্থ বলে মিরাজকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আফগান অধিনায়ক শাহিদী। আকাশে ওঠা বল মিড অনে সহজে লুফে নেন তাওহীদ হৃদয়। সাকিব-মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে ৪৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে অলআউট হয় আফগানরা।
আফগানদের প্রথম দুই উইকেট নেওয়া সাকিব নিজের তৃতীয় উইকেট পেয়েছেন ২৯ তম ওভারে এসে। ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যান নাজিবুল্লাহ জাদরান। সাকিবের মতো মিরাজও নিয়েছেন তিন উইকেট। রশিদ খান ও মুজিব উর রহমান-আফগানিস্তানের এই দুই ব্যাটারকে বোল্ড করে নিজের দ্বিতীয় ও তৃতীয় উইকেট পেয়েছেন মিরাজ। শুধু উইকেট নেওয়াতেই নয়, বাংলাদেশের আজ সবচেয়ে কৃপণ বোলিং করেন মিরাজ। ৯ ওভার বোলিং করে ২৫ রান খরচ করেছেন। সঙ্গে ৩ ওভার মেইডেন নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

‘মর্নিং শোজ দ্য ডে’-আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং দেখে অনেকেরই হয়তো ইংলিশ প্রবাদের কথা মনে পড়ছিল। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন ইব্রাহিম ও গুরবাজ। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মুহূর্তেই তছনছ হয়ে যায় আফগানদের ইনিংস।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে আফগানিস্তান করে ৪৭ রান। দলীয় ৪৭ রানেই আফগানদের উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব। নবম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে স্লগ সুইপ করেন ইব্রাহিম জাদরান। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত শাহকে নিয়ে আরও একটি বড় জুটি গড়ার পথে এগোতে থাকেন গুরবাজ। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। ১৬ তম ওভারের প্রথম বলে সুইপ করতে যান রহমত। টপ এজ হওয়া বল মিড অফে সহজে লুফে নেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে রহমত-গুরবাজের ৪১ বলে ৩৬ রানের জুটি ভেঙে যায়।
৮৩ রানে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের তৃতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়েন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ও গুরবাজ। শাহিদীকে ফিরিয়ে মূলত আফগানদের ভাঙন ধরানোর কাজ শুরু করেন মিরাজ। ২৪ তম ওভারের চতুর্থ বলে মিরাজকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আফগান অধিনায়ক শাহিদী। আকাশে ওঠা বল মিড অনে সহজে লুফে নেন তাওহীদ হৃদয়। সাকিব-মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে ৪৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে অলআউট হয় আফগানরা।
আফগানদের প্রথম দুই উইকেট নেওয়া সাকিব নিজের তৃতীয় উইকেট পেয়েছেন ২৯ তম ওভারে এসে। ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যান নাজিবুল্লাহ জাদরান। সাকিবের মতো মিরাজও নিয়েছেন তিন উইকেট। রশিদ খান ও মুজিব উর রহমান-আফগানিস্তানের এই দুই ব্যাটারকে বোল্ড করে নিজের দ্বিতীয় ও তৃতীয় উইকেট পেয়েছেন মিরাজ। শুধু উইকেট নেওয়াতেই নয়, বাংলাদেশের আজ সবচেয়ে কৃপণ বোলিং করেন মিরাজ। ৯ ওভার বোলিং করে ২৫ রান খরচ করেছেন। সঙ্গে ৩ ওভার মেইডেন নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে