
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিল নামিবিয়া। লঙ্কানদের ৫৫ রানে হারিয়ে বিশ্বকাপের মিশনটা দুর্দান্তভাবে শুরু করল দলটি।
১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে দুরন্ত শুরু এনে দিতে পারেননি শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উল্টো দ্রুত আউট হয়ে দলের চাপ বাড়িয়েছেন তাঁরা। মাত্র ৪০ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপক্ষেকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ রানের ছোট জুটি গড়ে দলের রান বাড়ানোর কাজ করছিলেন দলের অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু ২১ বলে ২০ রান করে রাজাপক্ষে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার পরেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। একসময় মনে হয়েছিল, দলটি ১০০ রান করার আগেই অলআউট হবে। তবে শেষ পর্যন্ত ১০৮ রান করতে পেরেছে শেষ দুই ব্যাটারের ১৯ রানের সৌজন্যে। দলটি শেষ ৫ উইকেট হারায় মাত্র ৩৪ রানে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন জ্যান ফ্রাইলিংক। ব্যাটিংয়ে ৪৪ রানের সঙ্গে বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে ভিক্টোরিয়ার গিলংয়ে ব্যাট করতে নেমে নামিবিয়ার শুরুটাও ভালো হয়নি। ৩৫ রানে ৩ উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন স্টিভেন বার্ড ও গেরহার্ড এরাসমাস। কিন্তু ২৪ বলে ২০ রান করে অধিনায়ক এরাসমাস আউট হতেই আবার নিয়মিত উইকটে হারাতে থাকে দলটি। তবে শেষ দিকে ফ্রাইলিংক ও জেজে স্মিট দুর্দান্ত এক জুটি গড়লে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় নামিবিয়া। সপ্তম উইকেটে দলীয় স্কোরে ৭০ রান যোগ করেন দুজনে। শ্রীলঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে শেষ ৩ ওভারে ৪৭ রান নেন তাঁরা। দলের সর্বোচ্চ স্কোরার ফ্রাইলিঙ্ক ৪৪ রান করে আউট হলেও মাত্র ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্মিত। ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার প্রমদ মাদুশান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিল নামিবিয়া। লঙ্কানদের ৫৫ রানে হারিয়ে বিশ্বকাপের মিশনটা দুর্দান্তভাবে শুরু করল দলটি।
১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে দুরন্ত শুরু এনে দিতে পারেননি শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উল্টো দ্রুত আউট হয়ে দলের চাপ বাড়িয়েছেন তাঁরা। মাত্র ৪০ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপক্ষেকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ রানের ছোট জুটি গড়ে দলের রান বাড়ানোর কাজ করছিলেন দলের অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু ২১ বলে ২০ রান করে রাজাপক্ষে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার পরেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। একসময় মনে হয়েছিল, দলটি ১০০ রান করার আগেই অলআউট হবে। তবে শেষ পর্যন্ত ১০৮ রান করতে পেরেছে শেষ দুই ব্যাটারের ১৯ রানের সৌজন্যে। দলটি শেষ ৫ উইকেট হারায় মাত্র ৩৪ রানে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন জ্যান ফ্রাইলিংক। ব্যাটিংয়ে ৪৪ রানের সঙ্গে বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে ভিক্টোরিয়ার গিলংয়ে ব্যাট করতে নেমে নামিবিয়ার শুরুটাও ভালো হয়নি। ৩৫ রানে ৩ উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন স্টিভেন বার্ড ও গেরহার্ড এরাসমাস। কিন্তু ২৪ বলে ২০ রান করে অধিনায়ক এরাসমাস আউট হতেই আবার নিয়মিত উইকটে হারাতে থাকে দলটি। তবে শেষ দিকে ফ্রাইলিংক ও জেজে স্মিট দুর্দান্ত এক জুটি গড়লে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় নামিবিয়া। সপ্তম উইকেটে দলীয় স্কোরে ৭০ রান যোগ করেন দুজনে। শ্রীলঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে শেষ ৩ ওভারে ৪৭ রান নেন তাঁরা। দলের সর্বোচ্চ স্কোরার ফ্রাইলিঙ্ক ৪৪ রান করে আউট হলেও মাত্র ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্মিত। ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার প্রমদ মাদুশান।

নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২৮ মিনিট আগে
বিদায় নিল ২০২৫। এল ২০২৬। বিদায়ী বছরের শেষ দিনে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। তাতে নির্ধারিত হয়ে গেছে ২০২৫-২৬ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ ষোলোর লাইনআপ।
৪৪ মিনিট আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে । তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ।
১ ঘণ্টা আগে
২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
২ ঘণ্টা আগে