Ajker Patrika

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনশনে সাবেক লঙ্কান ক্রিকেটার

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ৫৭
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনশনে সাবেক লঙ্কান ক্রিকেটার

ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে খাদ্যসংকটের পাশাপাশি ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এসবের  প্রতিবাদে  প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে সাধারণ জনগণ।

চলমান আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগ দিয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন সাবেক লঙ্কান ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ। ধাম্মিকাই প্রথম লঙ্কান ক্রিকেটার, যিনি সরাসরি এই আন্দোলনে অংশ নিলেন। আর্থিক পরিস্থিতির উন্নতি এবং তিন বছর আগে হওয়া ইস্টার সানডেতে আক্রমণের বিচার চেয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন ধাম্মিকা ।

২০১৯ সালে  শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিনে ভয়ংকর জঙ্গি হামলা হয়েছিল। এতে প্রাণ হারিয়েছিলেন ২৬৯ জন। কিন্তু সেই আক্রমণ কারা করেছিল তা এখনো অজানা। গতকাল প্রধানমন্ত্রীর সচিবালয়ের অদূরে এর বিচার চেয়ে অনশনে বসেন ধাম্মিকা। রাজাপক্ষের বিরুদ্ধে রাস্তায় নামা মানুষও তাঁর সঙ্গে যোগ দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওই বোমা হামলাকারী জঙ্গিদের বিচার চাই।’

কদিন আগেই লঙ্কান কিংবদন্তি জানিয়েছিলেন, দেশের এই সংকটাবস্থায় ক্রিকেটাররা কীভাবে আইপিএলে অংশ নিচ্ছেন, তা বুঝে উঠতে পারছেন না। বিশ্বকাপজয়ী অধিনায়ক রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন। একই সঙ্গে  রানাতুঙ্গা আহ্বান জানিয়েছিলেন, ক্রিকেটাররা যেন খেলা ছেড়ে এক সপ্তাহের জন্য রাজপথে নেমে আসেন।  তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন ধাম্মিকা প্রসাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত